ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রচ্ছদ » জেলা » ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২



স্টাফ রিপোর্টার ॥
‘অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলায় চাই’ এ শ্লোগান নিয়ে ভোলায় গৃহস্থলির কাজে ব্যবহারের জন্যে ঘরে ঘরে গ্যাসের সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ভোলা খেয়াঘাট রোড এলাকায় সুন্দরবন গ্যাস কো¤পানী লিমিটেডের আঞ্চলিক বিপণন কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে “ভোলা ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির”।

---

এসময় বক্তব্য রাখেন, ভোলা ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মোবাশের উল্লাহ চৌধুরী, জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, আব্দুল জলিল নান্টু, ইমারত নির্মাণ শ্রমিক সমিতির সম্পাদক রবিউল আলম, মহিউদ্দিন, প্রশান্ত কুমার কুট্টি প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ভোলার ৬টি কূপে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। ভোলা জেলা গ্যাসে সমৃদ্ধিশালী হওয়া সত্বেও ঘরে ঘরে এখনও গ্যাস সংযোগ পৌঁছেনি। তাই আমরা দ্রুত ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি করছি।তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাস ফিল্ডের প্রথম গ্যাস মজুদ নিশ্চিত ও কূপ খনন শুরু হয়। এবং ২০১৩ সালে প্রথম আবাসিক গ্যাস সংযোগের উদ্বোধন করে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাংলাদেশ সময়: ০:০৫:১৯   ৪২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা



আর্কাইভ