তজুমদ্দিনে ইউপি নির্বাচনে পোলিং অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে ইউপি নির্বাচনে পোলিং অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১



তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে চতুর্থধাপে সোনাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে পোলিং অফিসার নিয়োগ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে নির্বাচনে দায়িত্ব পালন করতে না পারা শিক্ষকদের মাঝে চরম চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

---

সুত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর উপজেলার ২নং সোনাপুর ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডিপিএডের ২০২১/২২ শিক্ষাবর্ষে প্রশিক্ষণরত শিক্ষকদের পোলিং অফিসার হিসেবে অনিয়মের মাধ্যমে নিয়োগ দেয় রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী। অথচয় আইন রয়েছে ডিপিএড প্রশিক্ষণরত শিক্ষকরা সরকারী এধরনের কর্মকান্ডে অংশ গ্রহণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সোনাপুর ইউনিয়নে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী প্রশিক্ষণে থাকা শিক্ষকদের নির্বাচনে পুলিং অফিসার হিসেবে নিয়োগ দেন এবং তাদের নামে দায়িত্ব পালনের জন্য চিঠি প্রেরণ করেন। যে দায়িত্ব সম্পর্কে ডিপিএড কর্তৃপক্ষ কিছুই জানেন না। পরে প্রশিক্ষণরত শিক্ষকরা রিটার্নিং কর্মকর্তার চিঠিসহ ছুটির আবেদন করলে বিপিএড কর্তৃপক্ষ তাদেরকে ছুটি দেন বলে জানা যায়। উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, সোনাপুর ইউনিয়নের নির্বাচনের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার উপজেলা শিক্ষা অফিসের কাছে শিক্ষকদের হালনাগাদ তালিকা না চেয়ে নিজেদের ইচ্ছামত নির্বাচনের দায়িত্ব বণ্টন করায় এধরনের জটিলতা তৈরী হয়েছে। উপজেলায় কর্মরত শিক্ষকরা নির্বাচনে দায়িত্ব পালনের জন্য অগ্রহ প্রকাশ করলেও অজ্ঞাত কারণে তাদের নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ দেয়নি রিটার্নিং কর্মকর্তা আমির খসরু গাজী। ডিপিএড প্রশিক্ষণে থাকা শিক্ষকদের মধ্যে নির্বাচনে দায়িত্ব পালন করেন, চাঁদপুর মজিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব কুমার দে, চাঁদপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসুর হেল্লাল ও কেয়ামূল্যাহ মীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউসুফ।
জানতে চাইলে সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চরজহিরউদ্দিন রেডক্রিসেন্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের দায়িত্ব পালন করা বিপিএডের শিক্ষক রাজিব কুমার দে বলেন, নির্বাচন অফিস থেকে আমাকে চিঠি করছে সেই অনুযায়ী আমি সোনাপুর ৩নং ওয়ার্ডের কেন্দ্রে দায়িত্ব পালন করছি বলে ক্লাশে আছেন বলে তিনি ফিান কেটে দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচন অফিস সোনাপুর ইউনিয়নের নির্বাচনের জন্য আমাদের নিকট হালনাগাদ শিক্ষকদের তালিকা চায়নি আমরাও তালিকা দেইনি। যে কারণে তারা তাদের ইচ্ছামত দায়িত্ব বণ্টন করায় এধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমরা নয় নির্বাচন অফিসারই ভালো বলতে পারবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আমীর খসরু গাজীর ব্যবহৃত নম্বরের একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
ভোলা পিটিআই’র সুপারিনটেনডেন্ট শিরিন সবনম বলেন, আমার এখানে প্রশিক্ষণরত কোন শিক্ষক সেখানে নির্বাচনে দায়িত্ব পালন করুক তা আমি চাইনি বরং আমি চাইছি সেখানে কর্মরত শিক্ষকরাই নির্বাচনে দায়িত্ব পালন করুক। শিক্ষকদেরকে ছুটি দিতে না চাওয়ায় তারা জানান যে, তাদের নাম পরিবর্তন করা যাবেনা। পরে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিসহ ছুটির আবেদন করায় আমি তাদেরকে ছুটি দিয়েছি।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪৩   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ



আর্কাইভ