সোমবার, ৬ মে ২০২৪

ভোলায় মাদরাসাতুল ফারুকীয়ার ১৭ হাফেজকে পাগড়ী প্রদান অনুষ্ঠান

প্রচ্ছদ » ইসলাম » ভোলায় মাদরাসাতুল ফারুকীয়ার ১৭ হাফেজকে পাগড়ী প্রদান অনুষ্ঠান
সোমবার, ২০ ডিসেম্বর ২০২১



আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার কালিবাড়ি রোড বিল্লাহ মসজিদ সংলগ্ন মাদরাসাতুল ফারুকিয়া এর ১৭জন হাফেজে কোরআনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ী প্রদান করা হয়। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিল মাদ্রাসাছাত্রদের লিখন প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহল্লার অন্যতম মুরুব্বী মাওলানা আব্দুর রব সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চরফ্যাশনের প্রবীণ আলেমেদ্বীন মুফতি মাওলানা আব্দুল মালেক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কামরাঙ্গীরচর মাদরাসায়ে নুরিয়ার মোহাদ্দেস মাওলানা ইলিয়াস মাদারীপুর। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে আলোচনা পেশ করেন এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশিষ্ট সমাজকর্মী মোঃ বাহাউদ্দিন।

---

প্রধান অতিথি মুফতি মাওলানা আব্দুল মালেক সাহেব অত্র মাদ্রাসার সর্বপ্রথম হেফজ স¤পাদনকারী ১৭ জন কোরআনে হাফেজকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেন। পাগড়ী প্রদানের পূর্বে মাদ্রাসার ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা তাদের বাংলা, ইংরেজী ও আরবি পড়াশুনার উপর সংক্ষিপ্ত প্রদর্শনী উপস্থাপন করেন। সবশেষে আলোচনা পেশ করেন প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস মাদারীপুরী।
প্রকাশ ১৯১৮ সালে বিল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা সাইফুর রহমান এর উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসায়ে ফারুকিয়া প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যেই মাদ্রাসায় বাংলা ইংরেজি আরবি ভাষা শিক্ষা সহ ইসলামী শিক্ষা প্রদানের শুভ সূচনা করে সকলের প্রশংসা অর্জন করেছে। অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট ফয়জুর রহমান সাধারণ সম্পাদক লিটন বিল্লাহসহ এলাকার বিশিষ্ট মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫১:২০   ৩২১ বার পঠিত