শনিবার, ১১ মে ২০২৪

বৈষম্যমূলক আচরনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীন

প্রচ্ছদ » অপরাধ » বৈষম্যমূলক আচরনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীন
শনিবার, ৯ অক্টোবর ২০২১



প্রেস বিজ্ঞপ্তি ॥
মাদ্রাসার শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

---

শনিবার (০৯ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, লক্ষীপুরের রায়পুর উপজেলার হামছাদী কাজির দিঘীরপাড় আলিম মাদরাসার দশম শ্রেণীর ০৬ জন ছাত্রের চুল কেটে দেয়ায় সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবিরকে আটক করেছে পুলিশ। কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেন ১৪ শিক্ষর্থীর চুল কেটে দেয়ায় ছাত্র-ছাত্রীদের তীব্র আন্দোলনের পর ও তাকে আটক করা হয়নি। অথচ মাদরাসা শিক্ষকের চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার এক দিনের মধ্যেই তাকে গ্রেফতার করা হলো। যেখানে শিক্ষার্থী বা অভিভাবকদের কোন অভিযোগও ছিল না। মাদরাসার প্রতি কেন এই বৈষম্য সরকারের কাছে জানতে চাই। মাদ্রাসার শিক্ষক মঞ্জুরুল করিমকে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৪   ৪০৯ বার পঠিত