ভোলার তেঁতুলীয়া নদী ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শনে জেলা প্রশাসক

প্রচ্ছদ » জেলা » ভোলার তেঁতুলীয়া নদী ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শনে জেলা প্রশাসক
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১



স্টাফ রিপোর্টার ॥
ভোলার তেতুলিয়া নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তেতুলিয়া নদীর তীরবর্তী ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা পরিদর্শন ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।

---

ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, উজানের পানির ঢলে তেতুলিয়া নদীর তীরবর্তী ভেদুরিয়া ইউনিয়নের লঞ্চঘাট পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে ভাবে ভাঙ্গন অংশে ইমারজেন্সি জিও টিউব ফেলার ব্যবস্থা করেছি। এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রাথনিক ভাবে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের পুর্নরবাসনের জন্য আর্থীক সহায়তা ও টিন প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, ভেদুরিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, তেঁতুলিয়া নদীর তীরবর্তী ভোলা সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ক্রমাগত এই ভাঙনে ভেদুরিয়া ইউনিয়ের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকার নদীগর্ভে মসজিদ, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলি জমি বিলীন হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:২৪   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
ভোলায় চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের প্রধান নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই ॥ পাঁচ কোটি টাকা ক্ষতি
সাময়িক বরখাস্ত হলেন বিএমইটি ভোলার সহকারী পরিচালক মোশাররফ হোসেন
‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় পানিতে ডুবে প্রাণ গলে দুই শিশুর
বেনজীরের গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলায় সুজনের সমাবেশ-স্মারকলিপি
ফরিদপুরে দুই মুসলিম শ্রমিকের নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ভোলায় বিক্ষোভ সমাবেশ
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে



আর্কাইভ