চরফ্যাশনে পানের বর দখল গৃহবধূকে পিটিয়ে আহত

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে পানের বর দখল গৃহবধূকে পিটিয়ে আহত
সোমবার, ২৬ জুলাই ২০২১



---

চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনের নুরাবাদের নীল কমল গ্রামের গৌবন্দ চন্দ্র দাসের ছেলে পংকজ দাসের পানের বর একই এলাকার নিকিতের ছেলে হারাদন দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া হারাদন দফায় দফায় পংকজ ও স্ত্রী সুচিত্রাকে মার পিট করে বলেও অভিযোগ রয়েছে।
পংকজ দাস অভিযোগ করেন, তিনি একই এলাকার আবু তাহেরের কাছ থেকে ৪৮ হাজার টাকা দিয়ে একটি পানের বর কিনেছেন। ওই বরটি নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নির্দেশে কিছু দিন আগে নীল কমল গ্রামের নিকিতের ছেলে হারাদন দখল করে নেন। দখলে বাধা দিলে হারাদন চেয়ারম্যানের লোক জন নিয়ে পংকজ ও তার স্ত্রীকে মারধর করে। এবিষয়ে দুলার হাট থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ পংকজের পানের বরে যেতে হারাদনকে নিষেধ করেন এবং
পানের বর ছেড়ে দিয়ে সারাদিনের পানের বরে থাকতে বলেছেন। তারপরও ওই পানের বর  দখলে রাখেন হারাদন। ওই পানের বর থেকে মঙ্গলবার   পান ও পেপে তুলে নেন হারাদন এসময় কিছু পান ও পেঁপে গাছ ভেঙে ফেলেন। রবিবার পংকজের স্ত্রী সুচিত্রা রানী পানের বরে গেলে হারাদন ফের মারপিট করে আহত করেন।
এবিষয়ে হারাদনের স্ত্রী চপলা রানী বলেন- ওই পানের বরের সাথে আমাদের দুটি পানের বর রয়েছে। তাই তারা ওই পানের বর টি কিনতে চেয়েছিলাম কিন্তু পানের বরটি কিনে নেন পংকজ। বিষয়টি চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান পংকজকে টাকা নিয়ে পানের বর ছেড়ে দিতে বলেছিলেন। পংকজ রাজি হয়নি। চেয়ারম্যানের নির্দেশেই আমরা পানের বর দখলে রেখেছি।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, বিষয়টি সমাধানের করছি।
এবিষয়ে জানতে নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪৮   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ



আর্কাইভ