বাবার পরিত্যক্ত ফার্মেই শিমুলের সফলতা

প্রচ্ছদ » অর্থনীতি » বাবার পরিত্যক্ত ফার্মেই শিমুলের সফলতা
সোমবার, ১৯ জুলাই ২০২১



ইমতিয়াজুর রহমান ॥
চাকরির পেছনে ছুটেছেন অনেক। কোনোভাবেই পেলেন না কাংখিত সেই সোনার হরিণ। তবে উদ্যোগ আর প্রচেষ্টায় ঠিকই দেখা পেলেন আত্মকর্মসংস্থানের। মুরগি পালন করেও যে বেকারত্ব দূর করা যায় এবং ভালোভাবে স্বাবলম্বী হয়ে সংসার চালানো যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের শিমুল। দরিদ্র বাবার পরিত্যক্ত খামার পুনরায় শুরু করে পাঁচ বছরেই তিনি আজ তিনটি খামারের মালিক। প্রতি মাসে আয় করেন প্রায় ৬৫ হাজার টাকা।
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১নং ওয়ার্ড লামছিপাতা গ্রামের সিকদার বাড়ির শাখাওয়াত হোসেনের ছেলে মো. শিমুল সিকদার। তার বাবার ঠিকাদারি ব্যবসার পাশাপাশি ৫০০ পোলট্রি (ব্রয়লার) মুরগি ধারণক্ষমতার একটি খামার ছিল। প্রাথমিক অভিজ্ঞতা লাভ সেখানেই হয় শিমুলের।

---

একদিন তার বাবার অভাব-অনটনের কারণে বন্ধ হয়ে যায় পোলট্রি ফার্ম ও ঠিকাদারি ব্যবসা। পরিবারে দেখা দেয় দারির্দ্য। স্কুলের বেতনের টাকা ঠিকমতো দিতে পারতেন না শিমুল। পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বেশ কয়েকবার। অভাব-অনটনের মধ্যে লড়াই করে ২০১৩ সালে এসএসসি পাস করেন। তবে অভাবের কারণে আর পারেননি এগোতে। কিন্তু দমে জাননি। তার পরের গল্প শুধুই সফলতার। শিমুলের সঙ্গে কথা হলে তিনি দৈনিক আজকের ভোলাকে বলেন, এসএসসি পাস করার পর পরিবারে অভাব-অনটনের কারণে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় পড়ালেখা। বেশ কয়েক বছর বেকার বসে থাকি। সংসারে অভাব-অনটনের চাপ। বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করি। কিন্তু যেখানেই যাই, চাকরির বিনিময়ে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। তাই সেসব চাকরিও আর ধরা দেয় না। একপর্যায়ে ধারদেনা করে বাড়ির সামনে ছোট একটি মুদির দোকান দিই। সেখানেও দেখা দেয় মন্দা। পর্যায়ক্রমে ব্যবসায়ের মূলধনটুকুও শেষ হয়ে যায়।
প্রায় পাঁচ বছর আগের কথা। একটি এনজিও থেকে ঋণ নিয়ে বাবার পরিত্যক্ত ফার্ম মেরামত করি। ছোটবেলায় বাবার সঙ্গে মুরগি পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এক হাজার ব্রয়লার মুরগি পালন করা শুরু করি। এই মুরগি থেকেই তার ভাগ্যের পরিবর্তন হয়। সেখান থেকেই শুরু হয় শিমুলের সফলতার গল্প। তার পর থেকে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি তাকে। তিনি এখন ভোলার বেশ পরিচিত গ্রিন পোলট্রি ফার্ম খামারের মালিক। তার খামারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেশ কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
এলাকার বেশ কয়েকটি খামারির মধ্যে তিনি এখন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। খামার থেকে অর্জিত আয় দিয়ে ব্যাংকঋণ পরিশোধ করা, সংসারের খরচ মেটাতে সক্ষম হয়েছেন তিনি। খামারের পাশাপাশি একটি মুদির দোকানও দিয়েছেন তিনি। খামারের পরিচর্যা শেষে নিজের দোকানে বসেই পার করেন অবসর সময়।
সরেজমিনে শিমুলের খামার ঘুরে দেখা যায়, ওই এক হাজার মুরগি থেকে এখন তার তিনটি মুরগির খামার হয়েছে। ব্রয়লার, সোনালি ও লেয়ার এই তিন জাতের আলাদা আলাদা শেডে মুরগি পালন করেন তিনি। খামারে এক হাজার ব্রয়লার, ১৫০০ সোনালি ও ২৫০০ লেয়ার মুরগি পালনের ব্যবস্থা রয়েছে। এতে এলাকার মাংস ও ডিমের চাহিদা পূরণ করে এগুলো যাচ্ছে জেলার বিভিন্ন উপজেলায়।
লাভ সম্পর্কে শিমুলের দেওয়া তথ্যমতে, ১ হাজার ব্রয়লার মুরগি থেকে এখন তার মাসিক আয় ২৫ হাজার টাকা। ১৫০০ সোনালি মুরগি থেকে প্রতি দুই মাস পরে আয় ৪০ হাজার টাকা এবং ২৫০০ লেয়ার মুরগির ডিম বিক্রি করে মাসে আয় হয় ২০ হাজার টাকা। এই মুরগির খামার থেকে প্রতি মাসে ৬৫ হাজার টাকা লাভবান হন তিনি। তার খামারে মুরগির সব ধরনের চিকিৎসাও তিনিই করে থাকেন।
শিমুল বলেন, খামারে সঠিক পরিচর্যা না করলে মুরগির ঠান্ডা, আমাশয়সহ বিভিন্ন রোগবালাই লেগেই থাকে। এর জন্য খামার সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। ছোটবেলায় বাবার সঙ্গে খামারে আসা-যাওয়ায় মুরগির রোগ স¤পর্কে আমার অভিজ্ঞতা হয়েছে। এখন বিভিন্নভাবে জেনে মুরগির রোগের সমাধান আমি নিজেই করি। যদি কখনো বড় রকমের সমস্যার সৃষ্টি হয়, তখন জেলা পশু হাসপাতালে যোগাযোগ করি। তারা আমাকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করেন।
ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে শিমুলের মতো এমন অসংখ্য বেকার যুবক পোলট্রি খামার করে নিজের পায়ে দাঁড়িয়েছেন। হয়েছেন সচ্ছল, স্বাবলম্বী। তাদের খামারেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।
তেমনই এক খামারি মো. রুবেল দৈনিক আজকের ভোলাকে বলেন, আমার চাচাতো ভাই শিমুলের খামার দেখে এবং তার সফলতা দেখে আমিও উদ্বুদ্ধ হই। তার পরামর্শ নিয়ে প্রথমে ৫০০ সোনালি মুরগি দিয়ে ফার্ম শুরু করি। শিমুলের সঠিক পরামর্শে এখন আমার ফার্মে ২ হাজার সোনালি মুরগি লালিত হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে খামার করার চিন্তা আছে।
সফল উদ্যোক্তা শিমুলের চাচা মাকসুদ আলম বলেন, শিমুল অনেক চেষ্টার পর মুরগি পালন করে আজ স্বাবলম্বী হয়েছে। মোটামুটি সে এখন ভালো অবস্থানে আছে। আমি চাইব এলাকার অন্য বেকার যুবকরাও খারাপ পথে না হেঁটে, বেকার বসে না থেকে শিমুলের মতো খামার দিয়ে নিজে স্বাবলম্বী হোক।
ভোলার সুশীলসমাজ এর প্রতিনিধি আজিজুল ইসলাম মনে করছে, সরকার শিক্ষিত দরিদ্র বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দিলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। তাতে একদিকে এসব যুবক মাদকসহ সব ধরনের সমাজবিরোধী কাজ থেকে বিরত থাকবে। অন্যদিকে তারা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা চালাবে। এতেই ঘুচবে বেকারত্বের হার।
জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার দে দৈনিক আজকের ভোলাকে জানান, শিমুল মুরগির খামার করে সফল হয়েছেন। তার চেষ্টা আর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তার উদ্যোগের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তাকে অনুসরণ করে এলাকায় ৮ থেকে ১০টি খামার গড়ে উঠেছে। এসব খামারকে জেলা প্রাণিসম্পদ অধিদফতরের পক্ষ থেকে সহযোগিতা দিয়ে আসছি।
তিনি জানান, তাদের আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় উন্নত প্রশিক্ষণের জন্য বাছাই করেছি। পরবর্তীতে আরও প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা অব্যাহত রাখা হবে। যাতে তারা চাকরির পেছনে না ঘুরে খামার করেই স্বাবলম্বী হতে পারেন। আমি বেকার যুবকদের আহ্বান করব শিমুলের মতো আত্মকর্মসংস্থানে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আমাদের কাছে এসে পরামর্শ নিতে পারবে তারা।

বাংলাদেশ সময়: ২২:২৯:১১   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


‘নকশী কাঁথা’ সেলাই করে ঘুরে দাঁড়ালেন ভোলার আমেনা খানম
ভোলায় ওমানিয়ান টুপি সেলাই প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন
ভোলায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত
ভোলায় অনুষ্ঠিত হলো প্রাণী প্রদর্শনী মেলা
চরফ্যাশনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী
বোরহানউদ্দিনে ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা
পথে পথে চাঁদাবাজি, ভোলার তরমুজচাষি ও ব্যবসায়ীরা বিপাকে
ভোলায় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সম্মেলনে রূপালী ব্যাংক পিএলসিকে সর্ব শীর্ষে নিয়ে যাবার অঙ্গীকার
ভেজাল মসলা তৈরি: ভোলায় ২ কারখানাকে জরিমানা
ভোলায় বেড়েছে আলু ও কাঁচা মরিচের দাম



আর্কাইভ