চরফ্যাশনে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই দফা হামলার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই দফা হামলার অভিযোগ
শনিবার, ১০ জুলাই ২০২১



চরফ্যাশন প্রতিনিধি ॥
ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই দফা হামলায় ৩জন আহত হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ৮নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। আহতরা হলেন, ৮নং ওয়ার্ডের বাসিন্দা নাগর (৫৫), মেয়ে সুমাইয়া (১৯) ও স্ত্রী নুর নাহার (৪৮)।

---

আহত সুমাইয়া অভিযোগ করে বলেন, আমাদের একটি ছাগল প্রতিবেশী জলিল হাওলাদারের বাড়ির একটি চারাগাছের ডালপাতা খাওয়ায় জলিল ও তার ছেলেরা আমাদের ছাগলের শিং ভেঙ্গে দেয়। এঘটনায় আমার পিতা স্থানীয় গন্যমান্য ব্যক্তি সালাম পাটোয়ারীকে বিষয়টি জানালে প্রতিপক্ষ জলিল ক্ষুব্ধ হয়ে তার ছেলে রিপন, জুয়েল, জাফর ও রিটুসহ আরও ৭/৮জন একত্রিত হয়ে সন্ধ্যায় পাটোয়ারী বাড়ির দরজায় আমাদের মারধর করে। এসময় প্রতিপক্ষরা আমার পিতাকে হাসপাতালে নিতে বাঁধা দেয়। পরে বিকল্প পথে হাসপাতালে নেয়ার সময় জলিলের নেতৃত্বে তাঁর ছেলেরা দেশিও ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আমাদের পথরোধ করে স্থানিয় কারিকর বাড়ি সংলগ্ন এলাকায় আমার পিতাসহ আমাদের  এলোপাথাড়ি মারধর করে। এসময় রিপন ও জুয়েলসহ তার ভাইয়েরা আমার পিতা নাগর মিয়ার মাথায়,চোখের কোটা,ঠোঁটে ও পায়ের হাটুসহ গোড়ালি উপুর্যুপরি লাঠিসোঁটার আঘাতে গুরুতর জখম ও আমাকে এবং আমার মা নুর নাহারকে রক্তাক্ত নীল ফোলা জখম করে অচেতন অবস্থায় ফেলে যায়। পরে ঘটনাস্থলে শশিভূষণ থানাপুলিশ এসে আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হামলার ঘটনা অভিযুক্ত জলিল অস্বীকার করেন।
শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩৪   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ



আর্কাইভ