শনিবার, ১১ মে ২০২৪

ভোলায় পরিবার পরিকল্পনা বিভাগের ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় পরিবার পরিকল্পনা বিভাগের ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১



স্টাফ রিপোর্টার ॥
জেলার সদর উপজেলায় আজ পরিবার পরিকল্পনা কার্যক্রমে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দ ও মসজিদ কমিটির সদস্যদের সমন্বয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার বাস্তবায়ন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

---

সদর উপজেলার মেডিকেল অফিসার ডা: আফরোজা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মাহমুুদুল হক আযাদ, জেলা পরিবার পরিকল্পনা কনসালটেন্ট ডা: লুৎফুর রহমান সেলিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মনিরুজ্জামান, ডা: পারভিন বেগম, শহরের বকুলতলা জামে মসজিদের ঈমাম মাওলানা বেলায়েত হোসেনসহ অন্যরা।
পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জানান, ইতোমধ্যে এ বিষয়ে লালমোহন ও চরফ্যাসন উপজেলায় ৮০ জন ধর্মীয় নেতৃবৃন্দকে অবহিতকরণ করা হয়েছে। মূলত পরিবার পরিকল্পনার দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতি গ্রহণে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারনা রয়েছে, তা দূর করে এর ব্যবহার বৃদ্ধি করতে ধর্মীয় নেতারা ভালো ভূমিকা রাখতে পারে। এই পদ্ধতি সম্পর্কে প্রচারণার বৃদ্ধির ব্যাপারেও জোর দেয়া হয়েছে কর্মশালায়।
কর্মশালায় সদর উপজেলার ২০টি মসজিদের সভাপতি-সাধারণ সম্পাদক মিলে ৪০ জন ধর্মীয় ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:২৯:৪৯   ৪৬৭ বার পঠিত