চরফ্যাশনে ধর্ষন মামলায় জামিনে থেকেও ৫ম শ্রেণীর ছাত্রিকে ধর্ষণের অভিযোগ!

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে ধর্ষন মামলায় জামিনে থেকেও ৫ম শ্রেণীর ছাত্রিকে ধর্ষণের অভিযোগ!
রবিবার, ৮ নভেম্বর ২০২০



চরফ্যাশন প্রতিনিধি ॥
ধর্ষণ মামলায় জামিনে থেকেও আবারোও ধর্ষনের অভিযোগ উঠেছে বিদেশ ফেরত চরফ্যাশনের দেলোয়ারের বিরুদ্ধে। উপজেলার নুরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাতানের পোল এলাকার জলিল মাঝির ছেলে দোলোয়ার হোসেন (৩০) এর বিরুদ্ধে একই এলাকার মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী (১৩) কে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ভূক্তভোগী পঞ্চম শ্রেণীর ওই ছাত্রি সংবাদকর্মীদের অভিযোগ করে জানান, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বাড়ি সংলগ্ন পাকা সড়কের পাশে গাছের পাতা কুড়ানোর সময় জলিল মাঝির ছেলে দেলোয়ার জোর পূর্বক তার হাত ধরে টেনে হিছরে সংলগ্ন পরিত্যাক্ত দোকান ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রী ডাক চিৎকার দিলে বলপূর্বক মুখ চেপে ধরে দেলোয়ার।

---

ভূক্তভোগী ওই ছাত্রী আরোও বলেন, এঘটনার সময় আমার মামাতো বোন দেখে ফেললে আমাকে সে ছেড়ে দিয়ে কৌশলে দৌড়ে পালিয়ে যায়। তবে দেলোয়ার আমাকে ও আমার মামাতো বোনকে হুমকি দিয়ে বলে, এঘটনা কাউকে বললে মামাতো বোনকে মারধরসহ আমাকে আবারো ধর্ষণ করবে। তবে আমি সাথে সাথে আমার পরিবারসহ আমার চাচা ও নানা নানিকে বিষয়টি জানিয়েছি। এ ঘটনার বিষয়ে এলাবাসী মুখ খুলতে রাজি না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক ওয়ার্ড আওয়ামীলীগের এক নেতা জানান, জলিল মাঝির ছেলে দেলোয়ার গত (২৩জুন) মঙ্গলবার একই এলাকার নুরাবাদ ইউনিয়ন সিমান্ত সংলগ্ন আবুবকরপুর ইউনিয়নের এক অন্ধ ভিক্ষুকের কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনায় দুলারহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তবে ওই মামলায় দোলোয়ার জামিনে রয়েছে বলে জানা গেছে।
ধর্ষণের অভিযোগ বিষয়ে জানতে দোলোয়ার ও তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে দোলোয়ারের বড় ভাই আনোয়ার হোসেন মুঠো ফোনে এ প্রতিবেদককে জানান, এলাকায় তাদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করতে ধর্ষণকান্ডের ষড়যন্ত্র করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরাদ হোসেন বলেন, ঘটনা শুনেছি, ভুক্তভোগী পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তারা থানায় অভিযোগ করলে পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:০৭   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ



আর্কাইভ