বোরহনউদ্দিনে আরো একটি গ্যাস কুপের খনন কাজের উদ্বোধন

প্রচ্ছদ » জাতীয় » বোরহনউদ্দিনে আরো একটি গ্যাস কুপের খনন কাজের উদ্বোধন
সোমবার, ৭ আগস্ট ২০১৭



---
আদিল হোসেন তপু ॥

ভোলার বোরহনউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নে মুলাইপত্তন গ্রামে শাহবাপুর ইস্ট-১ নামের একটি কুপের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ আগস্ট) বিকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, পেট্রো বাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো: ফয়েজউল্ল্যাহ, ভোলার জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বোরহনউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ট জেলা। ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে ইতমধ্যে ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে, আরো একটি ২২৫ ও ১০০ মেগাওয়াটের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের প্রক্রিয়া চলছে।
মন্ত্রী বলেন, গ্যাসের উপর নির্ভর করে দেশী-বিদেশী কোম্পনী বিনিয়োগ করবে, এতে জেলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখনা হবে। এসব ইন্ডাট্রিজ হলে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান হবে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে ভোলার বোরহনউদ্দিনে শাহবাপুর গ্যাস ক্ষেত্র আবিস্কার হয়। ওই গ্যাসের উপর নির্ভর করে ২০০৯ সালের দিকে গ্যাস ভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়ার্ট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্লান্ট চালু হয়, ২০১৩ সালের দিকে সদরের আবাসিক এলাকায় গ্যাসের সংযোগ দেয়া হয় এবং ২০১৬ সালের দিকে গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়ার্ট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র চালু হয়।
বাপেক্স জানিয়েছে, ভোলার একমাত্র গ্যাস ক্ষেত্র শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের চারটি কুপ থেকে প্রতিদিন ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব কিন্তু বর্তমানে জেলায় চাহিদার বিপরীতে ৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। নতুন কুপ থেকে বিপুল পরিমান গ্যাসের মজুদ থাকতে পারে বলেও আশাবাদি তারা।

বাংলাদেশ সময়: ০:০৩:১২   ৪৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ



আর্কাইভ