বাংলাবাজারে বিশাল জনসভায় ইঞ্জি: খন্দকার মোশারেফ : নির্বাচনের মাধ্যমেই বিএনপিকে জবাব দেয়া হবে

প্রচ্ছদ » জাতীয় » বাংলাবাজারে বিশাল জনসভায় ইঞ্জি: খন্দকার মোশারেফ : নির্বাচনের মাধ্যমেই বিএনপিকে জবাব দেয়া হবে
রবিবার, ৬ আগস্ট ২০১৭



---
ছোটন সাহা / আদিল হোসেন তপু ॥
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন বলেছেন, খুনিদের বুলেটের কারনে বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্নপূরন করে যেতে পারেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তার অসমাপ্ত কাজগুলো করতে এ সরকারকে আরেকবার ক্ষমতায় আসতে হবে। আওয়ামী লীগ আরো একবার ক্ষমতায় থাকবে হবে। নির্বাচনের মাধ্যমেই বিএনপিকে জবাব দিতে হবে। শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় ভোলার উপ-শহর বাংলাবাজারে ফাতেমা খানম কমপ্লেকসে জেলা আ’লীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,  নির্বাচন নিয়ে বিএনপি যত কথাই বলুক না কেন তারা চারভাগের একভাগ আসনও পাবেনা। এমনকি ভোলাতেও একটি আসনও পাবেনা বিএনপি। ভোলার উন্নয়নে সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আরোও বলেন, বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এর নেতৃত্বে ভোলার আওয়ামী লীগ অনেক শক্তিশালী, যার প্রমান মিলেছে এই জনসমুদ্রে মানুষে ঢল দেখে।
সভায় গেষ্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি বিন¤্র শ্রদ্ধা এবং আত্মার শান্তি কামনা করেন। বলেন, ভোলার অনেক উন্নয়ন হয়েছে, জেলার অবকাঠামো উন্নয়নে ৪৬৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে, জেলার কোন রাস্তা-ঘাট কাচা থাকবে না।
জনসভার সভাপতিত্ব করেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. হাবিবে মিল্লাত।
উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু। এছাড়াও সদর উপজেলার আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আ’লীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ভোলা সদরের উত্তর দিঘলী, দক্ষিন দিঘলদী, উত্তর জয়নগর, দক্ষিন জয়নগর, চরপাতা ও ভোলা সদরে বিভিন্ন ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী জনসভায় এসে উপস্থিত হন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন, জেলা আ’লীগের নেতা ও বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, দক্ষিন দিঘলদী ইউনিয়নের সম্পাদক মো: কামাল হোসেন ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ।
এরআগে চরফ্যাশন, লালমোহন, বোরহানউদ্দিনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, পরিদর্শন এবং সুধী সমাবেশে বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এ সময় বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধূরী শাওন উপস্থিত ছিলেন। শনিবার রাতে জেলা পরিষদ এবং ভোলা পৌরসভার পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
আজ রোববার ভোলার বৃহৎ সেতু বাঘমারা ব্রীজ এবং বোরহানউদ্দিনে গ্যাস কূপের উদ্বোধন করবেন মন্ত্রী। এছাড়াও বিভিন্ন পথসভায় এবং বিভিন্ন উন্নয়নমূল কাজের পরিদর্শন এবং উদ্বোধনের করা হবে।

বাংলাদেশ সময়: ০:২৪:৩০   ৭৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
অচিরেই ভারতের তাঁবেদার শেখ হাসিনার দুঃশাসন দূর হবে: তারেক রহমান
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
ভারতের আনুগত্য নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ: হাফিজ উদ্দিন
আমাকে অ্যাপ্রোচ করেছিল, আমি গ্রহণ করিনি: মেজর অব. হাফিজ
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
আজ ভোলায় আসছেন শিল্পমন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে: ব্যারিস্টার পার্থ



আর্কাইভ