অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন বাতিল ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে ভোলায় স্মারকলিপি পেশ

প্রচ্ছদ » জেলা » অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন বাতিল ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে ভোলায় স্মারকলিপি পেশ
বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯



---
আজকের ভোলা রিপোর্ট ॥
শিক্ষকদের অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের নির্দেশ এবং শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) ভোলার জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি পেশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি মোঃ আবু তাহের, সহসভাপতি মোঃ হুমায়ুন কবির কামাল, নাহানুর বেগম, অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুর রহমান রিপন, সহ-সম্পাদক মোঃ আবদুর রহমান বাবলু, মোঃ রিয়াজ উদ্দিন, আবি আবদুল্লাহ, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
স্মারকলিপিতে তারা বলেন, বর্তমান সরকারের বিগত দশ বছরে শিক্ষা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন হয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় সরকারের অলক্ষ্যেই বেসরকারি শিক্ষকগণ ব্যাপক বঞ্চনা বৈষম্যের শিকার হচ্ছেন। বঞ্চিত বেসরকারী শিক্ষক কর্মচারীদের সামান্য বেতন হতে, অবসর ও কল্যাণ ট্রাস্টে সুবিধা বর্ধিত না করে ৪% কর্তনের প্রজ্ঞাপন জারিতে ৫ লক্ষাধিক শিক্ষক কর্মচারীরা হতবাক ও ক্ষুব্ধ হয়েছে। আমলাদের ৪% কর্তনের প্রজ্ঞাপন সরকারের শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য ও উজ্জল ভাবমুর্তিকে বিতর্কিত করার অপচেষ্টা বলে মনে করেন শিক্ষক সমাজ।
তারা বলেন, সরকারি এবং বেসরকারি শিক্ষকদের দায়িত্ব কর্তব্য বিধিবিধান একই হওয়া সত্ত্বেও বিশাল বৈষম্যের শিকার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। জাতি গঠনের কারিগর শিক্ষকদের যথার্থ সম্মান, মর্যাদা ও আকর্ষণীয় বেতন ভাতা প্রদানের মাধ্যমে মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করা প্রয়োজন। প্রযুক্তিনির্ভর, আধুনিক ও যুযোপযোগী শিক্ষার মানোন্নয়ন কেবল মাত্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মাধ্যমেই সম্ভব হবে। বছরের শুরুতেই বঞ্চিত শিক্ষকদের বেতন হতে অতিরিক্ত ৪% কর্তনের আদেশ শিক্ষার সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করছে। শিক্ষকদের বেতনের ৪% কর্তনের প্রজ্ঞাপনটি বাতিলের নির্দেশ এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার দাবী জানান তারা।

বাংলাদেশ সময়: ০:০৬:২৬   ৩৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ