ভোলায় ভারতীয় ৪ আসামির জেল

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলায় ভারতীয় ৪ আসামির জেল
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলার চরফ্যাশনে বিপুল পরিমান ভারতীয় কাপড় আটকের মামলায় চার ভারতীয় নাগরিকের ৫ বছর কারাদ- দিয়েছেন আদালত। সোমবার ভোলার ¯েপশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক এই রায় প্রদান করেন। ওই মামলার অপর ১১ বাংলাদশি আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তবে দ-াদেশ প্রাপ্ত ৪ আসামি পলাতক রয়েছেন।

---

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালে পাচারকালে ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনা থেকে কোস্ট গার্ড সদস্যরা বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রি পিসসহ বিভিন্ন কাপড় জব্দ করে। এসময় ৪ ভারতীয় নাগরিকসহ ১৫ জনকে আটক করা হয়। পরে চরফ্যাসন থানায় একটি মামলা করে আসামিদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত ভারতীয় ৪ আাসামিকে ৫ বছর কারাদ- দিয়েছেন। সেই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদ- দেয়া হয়। দ-াদেশ প্রাপ্ত আসামিরা হলেন রমেনদাস, সুভাস ম-ল, লক্ষ্মণ মাইতি এবং পরান দাস।
উল্লেখ্য, স্পেশাল ট্রাইব্যুনাল ১৩/২১ নম্বর মামলায় দ-াদেশপ্রাপ্ত এই ৪ আাসামি এর আগে জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ০:৫৩:১৪   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় পিপি লাভু’র জানাজায় তোফায়েল আহমেদ: ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন
ভোলা বারের পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু আর নেই
ভোলায় শিক্ষার্থীদের নিয়ে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার
ভোলা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত
ভোলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ সভাপতি-সম্পাদকসহ ৫ পদে আওয়ামীলীগ প্যানেল জয়ী
ভোলায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
নাশকতার মামলায় টুকু-জুয়েলসহ বিএনপির ২৯ নেতাকর্মীর কারাদণ্ড
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
ভোলায় আইনজীবীদের খতিয়ান তোলা আরো সহজতর করণের আশ্বাস দিলেন ডিসি



আর্কাইভ