লালমোহনে কোভিড-১৯ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা

প্রচ্ছদ » লালমোহন » লালমোহনে কোভিড-১৯ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কর্মশালা
শনিবার, ১৮ জুন ২০২২



লালমোহন প্রতিনিধি ॥
কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকাগ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে ধর্মীয় নেতাদের সাথে কর্মশালা করেছে দি হাঙ্গার প্রজেক্ট। শনিবার (১৮জুন) ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসের মিলনায়তনে ইউনিসেফ” এর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির লালমোহন উপজেলার  সভাপতি মাওলানা মোঃ শাহে আলম, ইসলামিক ফাউন্ডেশন লালমোহন উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ আল মামুন, লালমোহন উপজেলা মন্দিরের পুরোহিত প্রদীপ ব্যানার্জী, লালমোহন উপজেলা হাসপাতাল মসজিদের মাওলানা মোহাম্মদ মাকসুদর রহমান প্রমূখ।

---

শুরুতে কর্মশালায় স্বাগত বক্তব্য এবং  প্রকল্প স¤পর্কে ধারণা প্রদান করেন, দি হাঙ্গার প্রজেক্টের ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন (মামুন)। পুরো কর্মশালা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও মেঘনার সংবাদকর্মী আসমা আক্তার সুরভী।
বক্তব্যে বক্তারা বলেন, সমাজের এক ধরনের লোকজন এখনো কুসংস্কারের মধ্যে ডুবে আছে। সরকার, এনজিও সংস্থা এবং বিভিন্ন সংগঠনের নেতারা আহ্বান করার পরেও তারা তাতে কোনো সাড়া দেয়নি, টিকা গ্রহণ করে নি।আমরা যারা সচেতন তাদের উচিত তাদেরকে বুঝানো। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ৩টি ডোজ টিকা সম্পন্ন করতে হবে।কারণ করোনা এখনো পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়নি। যেকোনো মুহুর্তে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ইতোমধ্যে করোনার সংক্রমণ আবার বেড়ে গেছে। তাই সব সময় আমাদের সচেতন থাকা উচিত।

বাংলাদেশ সময়: ২৩:২২:২৬   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

লালমোহন’র আরও খবর


ভাইয়ের প্রতারণার শিকার হয়ে প্রতিবন্ধী উজ্জলের মানবেতর জীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
লালমোহনে আবাসনের ঘর জবর দখলের অভিযোগ
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা
নির্মাণাধীন ভবনের বিদ্যুতের তারে জড়িয়ে গৃহবধূর মৃত্যু
ফুঁক দিয়েই সব সমস্যার সমাধান করেন ফরিদ!
রিকশার প্যাডেল চেপে জীবিকা জোগান বৃদ্ধ মালেক
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ
স্বামীর কথা রাখতে ঝুপড়ি ঘর আঁকড়ে আছেন ছবরজান
নানাবাড়ির পুকুরে ডুবে নিথর শিশু সাফওয়ান



আর্কাইভ