পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রীজ খালে! ভোলা-চরফ্যাশন সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রচ্ছদ » জেলা » পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রীজ খালে! ভোলা-চরফ্যাশন সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন
বুধবার, ১৮ মে ২০২২



স্টাফ রিপোর্টার ॥
ভোলা চরফ্যাশন আন্ত:মহাসড়কের বাইপাস সড়কের বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাকসহ খালে পড়েছে। এসময় কোন হতাহত না হলেও ভোলা-চরফ্যাশন রুটের সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক সকাল সাড়ে ১০টার দিকে ডাওরী বাজার বেইলি ব্রিজ অতিক্রম করতে ব্রিজে ওঠে। এসময় ব্রিজটি মাঝখান দিয়ে ভেঙ্গে আরো যানবাহনসহ খালে পড়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ভেঙ্গে পরা ব্রিজে থাকা যানবাহন ও যাত্রীদের উদ্ধার করেন।

---

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, ব্রিজ ভেঙ্গে ট্রাকসক অটো রিকশা খালে পড়েছে। এতে কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে সকল যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা সড়ক বিভাগের কতৃপক্ষকে অবহেলিত করেছি। তারা অতিদ্রুত এর সমাধান করবেন বলে আস্বস্ত করেছেন।
উল্লেখ্য, জেলা সদর থেকে চরফ্যাসনের বাবুরহাট পর্যন্ত ৯৪ কিলোমিটার দৈর্ঘ্যের আন্তমহাসড়কের বর্তমান প্রস্থ ১৮ ফুট। এটি ৩০ ফুটে উন্নীত করা হচ্ছে। সড়ক উন্নয়নের সাথে খালে বাঁধদিয়ে ৪টি সেতু ও ৪৩টি কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণ হচ্ছে। যানবাহন ও মানুষ চলাচলের জন্য পাশ দিয়ে বাইপাশ ব্রিজটি নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়: ১:০৯:১১   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ