দৌলতখানে নৌকার প্রার্থী বাছাইয়ে তৃণমূলে ভোট

প্রচ্ছদ » জেলা » দৌলতখানে নৌকার প্রার্থী বাছাইয়ে তৃণমূলে ভোট
রবিবার, ৩ অক্টোবর ২০২১



দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থীদের দলীয় মনোনয়ন পূর্ববর্তী বাছাইয়ে তৃণমূল পর্যায়ে প্রত্যক্ষ ভোট দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল অবধি ওই ভোট কার্যক্রমে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।

---

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মো: সামসুদ্দিন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, সাংগঠনিক সম্পাদক জি.এস ভুট্টো তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন রতন প্রমূখ। নির্বাচন কমিশনারকে সহযোগিতা করেন, সাবেক অধ্যক্ষ শ.ম ফারুক ও অধ্যক্ষ জাবির হাসনাইন জাকির। গোপন ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে দলীয় চুড়ান্ত মনোনয়ন পূর্ববর্তী প্রার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। ইউনিয়ন ভিত্তিক চেয়ারম্যান প্রার্থীদের ভোটের ফলাফলে দেখা যায় মেদুয়া ইউনিয়নের প্রার্থী মনজুর আলমের প্রাপ্ত ভোট-১৮, প্রতিদ্বন্দ্বী মো: মহসিন পেয়েছেন ১ ভোট। মদনপুর ইউনিয়নের প্রার্থী এ.কে.এম নাছির উদ্দিন নান্নুর প্রাপ্ত ভোট-১৮, আবু জাফর পেয়েছেন ০২ ও এনায়েত উল্লাহ পেয়েছেন ০ ভোট। চরপাতা ইউনিয়নের প্রার্থী কাজল ইসলাম তালুকদার-১৪, মো: হেলাল উদ্দিন-০৩ ও মো: বশির মোল্লা পেয়েছেন ০ ভোট। উত্তর  জয়নগর ইউনিয়নের প্রার্থী মো: ইয়াছিন লিটন-১০, মো: বশির সরদার-০৪, জিয়াউদ্দিন কামাল-০৪ ও সাফিজল ইসলাম-০১ ভোট পেয়েছেন। দক্ষিণ জয়নগর ইউনিয়নের প্রার্থী আলমগীর হাওলাদার- ১৬, একে.এম আলতাফ হোসেন- ০২, মাহফুজুর রহমান ভুট্টু- ০ ও নাজমুল হাসান- ০১ ভোট পেয়েছেন। চরখলিফা ইউনিয়নের প্রার্থী মেহেদী মাসুদ মুকু খাঁন- ১৬ ও শামীম হোসেন অমি চৌধুরী- ০৩ ভোট পেয়েছেন। ভবানীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম নবী নবুর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় দলীয়ভাবে তাকে একক প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে দৌলতখান উপজেলায় সাতটি ইউনিয়নে ১১ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০:০৭:৫৩   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ