ফেরী বিকল ॥ ভোলা-লক্ষীপুর ফেরী রুটে দীর্ঘ জট

প্রচ্ছদ » জেলা » ফেরী বিকল ॥ ভোলা-লক্ষীপুর ফেরী রুটে দীর্ঘ জট
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১



ছোটন সাহা ॥
তীব্র স্রোতের চাপের কারনে ভোলা-লক্ষীপুর রুটে ফেরী চলাচলে বিঘেœর সৃষ্টি হয়েছে। এতে উভয় পাড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইনজটের। দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা ও পরিবহন শ্রমিকরা। ঘন্টার পর ঘন্টা ঘটে অপেক্ষা করেও ফেরীর দেখা মিলছে না। রবিবার (১২ সেপ্টম্বর) সন্ধা পর্যন্ত উভয় পাড়ে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

---

অন্যদিকে যান্ত্রিক ত্রুটির কারনে সকাল থেকে কনকচাঁপা নামের একটি ফেরী বিকল হয়ে পড়ায় যানজটের চাপ আরো বেড়েছে।
ভোলার ইলিশা ফেরীঘাটে সকাল থেকেই দেখা গেছে, যানবাহনের দীর্ঘ লাইন। বিভিন্ন মালবাহী ট্রাক ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। এরমধ্য ধানসহ বিভিন্ন কাচামালের পরিবহন বেশী। এ রুটে ৩ টির স্থলে একটি ২ ফেরী চলাচল করায় এ জটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ট্রাক চালকরা।
ট্রাক চালক ইদ্রিস ও সিরাজ বলেন, দুইদিন ধরে ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছি, কিন্তু যেতে পারছিনা। দীর্ঘ লাইন পরেছে। কখন যেতে পারবো তার কোন নিশ্চয়তা নেই।
ফেরী কর্তৃপক্ষ জানিয়েছে, স্রোতের কারনে ফেরী চলাচল বিঘœ হচ্ছে। ফেরীর ট্রিপ কমে যাওয়ায় উভয় পাড়ে জট লেগেছে।
ভোলার সাথে দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের সহজ মাধ্যম ভোলা-লক্ষীপুর ফেরি সার্ভিস। দেশের দীর্ঘতম এ রুট দিয়ে  প্রতিদিন শত শত পন্যবাহি পরিবহন  চলাচল করে আসছে। কিন্তু হঠাৎ ফেরী বিকল হয়ে পড়ায় জট বেড়েছে। অন্যদিকে নদীর বৃদ্ধি পাওয়ায় ফেরী চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে বিআইডব্লিটিএ ইলিশা ঘাটের ম্যানেজার পারভেজ খান বলেন, জোয়ারের সময় ফেরী চলাচলে বিঘেœর সৃষ্টি হচ্ছে। বিকল ফেরিটি মেরামতের চেস্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:১৭   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সাবেক পুলিশ প্রধান বেনজীরের দুর্নীতির বিরুদ্ধে ভোলায় সমাবেশ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে
ভোলায় ৬ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর সরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
ভোলায় তীব্র তাপদাহে অস্থির জনজীবন
ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা
উপজেলা পরিষদ নির্বাচন: ভোলায় তিন উপজেলার ৩৮ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ
ভোলায় কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘুষ ছাড়া কাজ হয়না ভোলার বিএমইটি অফিসে॥ প্রতিদিন ঘুষের আয় প্রায় অর্ধলক্ষ টাকা!!
আপনাদের আমানত ভাল পাত্রে জমা রাখবেন: চেয়ারম্যান প্রার্থী ইউনুছ মিয়া
ভোলায় ফিল্মি স্টাইলা অপহরণ ॥ কতিপর উদ্ধার



আর্কাইভ