আজ ভোলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে

প্রচ্ছদ » আইন ও আদালত » আজ ভোলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে
শনিবার, ৩০ জানুয়ারী ২০২১



সাহাদাত শাহিন ॥
ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। নির্বাচনকে ঘিরে জজ কোর্ট এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে ১৩ পদের জন্য আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ (৩০ জানুয়ারী) সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায়। আর এ নির্বাচনে ভোট প্রয়োগ করবেন ১৭০ জন আইনজীবী ভোটার।

---

আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে এডভোকেট বাবু অতিন্দ্র লাল ব্যানার্জী ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট আলহাজ্ব নুরুল আমিন নুরনবীসহ ১৩জন প্রার্থী। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে এডভোকেট আলহাজ্ব মো: ফরিদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম ফারুকসহ ১৩জন প্রার্থী। তফসিল ঘোষণার পর প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট যুদ্ধে লড়ছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
নির্বাচনে রিটার্নি অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জজ মোঃ শামসুদ্দিন। তাকে সহযোগিতা করবেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এডভোকেট জুলফিকার আহমেদ আহমেদ, সদস্য এডভোকেট মফিজুল ইসলাম রাজু, এডভোকেট কৃষ্ণ পদ দে।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট আলহাজ্ব মো. নুরুল আমিন নুরনবী বলেন, ‘প্রতিবছর ভোলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আমরা আইনজীবীদের কাছে আওয়ামী লীগ প্যানেলকে বিজয়ের জন্য ভোটারদের কাছে ভোট প্রার্থনা ও সমর্থন কামনা করছি। নির্বাচিত হতে পারলে আইনজীবীদের কল্যাণে কাজ করব।’
বিএনপি সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম ফারুক বলেন, ‘আমাদের প্যানেলকে বিজয়ী করার জন্য ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছি। আইনজীবীরা যদি ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত করেন-আইনজীবী সমিতির উন্নয়নে আমরা কাজ করব।’
এদিকে, নির্বাচনে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭০ জন আইনজীবী ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে। কে হাসবে বিজয়ের হাসি আজ ৩০ জানুয়ারী ভোট গ্রহণ শেষে গণনার পর জানা যাবে। তবে জয়ের ব্যাপারে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা আশাবাদ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২:০৩:২০   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
ভোলায় পিপি লাভু’র জানাজায় তোফায়েল আহমেদ: ভালো মানুষ কর্মে বেঁচে থাকেন
ভোলা বারের পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু আর নেই
ভোলায় শিক্ষার্থীদের নিয়ে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার
ভোলা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠিত
ভোলা আইনজীবী সমিতির নির্বাচন ॥ সভাপতি-সম্পাদকসহ ৫ পদে আওয়ামীলীগ প্যানেল জয়ী
ভোলায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
নাশকতার মামলায় টুকু-জুয়েলসহ বিএনপির ২৯ নেতাকর্মীর কারাদণ্ড
ভোলায় হত্যাচেষ্টা মামলায় ৪ জনকে কারাদন্ড
অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড



আর্কাইভ