অন্যায় ও নির্যাতনকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়াঁতে হবে ॥ ভোলায় পৌরসভা ও পৌর আলীগের মতবিনিময় তোফায়েল আহমেদ

প্রচ্ছদ » জেলা » অন্যায় ও নির্যাতনকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়াঁতে হবে ॥ ভোলায় পৌরসভা ও পৌর আলীগের মতবিনিময় তোফায়েল আহমেদ
রবিবার, ২১ এপ্রিল ২০১৯



---
আদিল হোসেন তপু ॥
আওয়ামী লীগের উদেষ্টামন্ডীল সদস্য ও ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ বলেন, যারা স্কুল কলেজের ছাত্রী ও ছোট ছোট ছেলে-মেয়েদের যারা নির্যাতন করে তাদেঁর বিরুদ্ধে আমাদের সবার রুখে দাড়াঁতে হবে। ডাকাতি করলে যেভাবে জনগন গনোপিটুনি দেন।তেমনি এই নির্যাতন কারীদের গণপিটুনি দিতে হবে। শনিবার (২০ এপ্রিল) বিকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে পৌরসভা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি বিএনপির প্রসঙ্গে বলেন, বিএনপি এবারের নির্বাচন নিয়ে টাকার খেলা খেলেছেন। একটা নির্বাচনী এলাকায় যে বেশি টাকা দিয়েছে তাকে দলীয় মনোনয়ন দিয়েছে। দলের ত্যাগী নেতাদের দল থেকে মনোনয়ন বঞ্চিত করছে। যারা নির্বাচনে টাকার খেলা খেলে তারা বিজয়ী হতে পারেনা। বিএনপি একটি বড় দল হওয়া সত্ত্বেও দলের প্রধান দূর্নীতি মামলার আসামী। তারা আন্দোলন সংগ্রাম ও আইনি লড়াই করে কোন কিছুই করে দলের প্রধানকে মুক্ত করতে পারেনি। বিএনপি একটি ব্যার্থ দলে রুপান্তর হয়েছে।
এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, এখন থেকে ভোলা পৌরসভার সকল কাজ আমি মনিটরিং করবো। ভোলা পৌর সভাকে আমি মনের মতো করে সাজাবো। কিন্তু কেউ অন্যায় করলে তাকে আমি ছাড় দিবোনা বলে জানান।
ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লা নাজু এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মমিমন টুলু, তোফায়েল আহমেদ এর কন্যা ডা: তাসলিমা জাহান মুন্নী, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ, সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, এ্যাড: আশরাফ হোসেন লাভু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব সহ ভোলা পৌর সভার সকল কাউন্সিলার বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভোলা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ।
অপরদিকে, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের এমপি সাবেক বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অনেক কিছু অর্জন করেছে। ইতিমধ্যে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ এখন একটি  মর্যাদাশীল দেশ হিসাবে গন্য করা হয়। তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্যাদাশীল নেতা হিসাবে সম্মানীত করা হয়। কিন্তু কিছু দুর্বৃত্তের কারণে তার পরিশ্রম ও সফলতা ম্লান হতে দিতে পারিনা। তাই আইনশৃংখলা বাহিনীকে কঠোরভাবে এগুলোকে দমন করতে হবে। শনিবার (২০ এপ্রিল) সকালে ভোলা সদর হাসপাতাল চত্বরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন অপরাধীকে মনে করতে হবে আমি অপরাধ করলে পার পাবোনা। এই অনুভূতি যতক্ষণ না হবে ততক্ষণ এই অপরাধ এর হাত থেকে মানুষ মুক্তি পাবোনা।
এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিসহ একের পর এক ঘটনা উল্লেখ করে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দ্রুত বিচার ট্রাইবুন্যালের মধ্য দিয়ে সামাজিক অবক্ষয় রোধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে কয়েক হাজার ডাক্তার নতুন করে নিয়োগ দিবে। যে পরিমান ডাক্তার থাকার কথা সেই পরিমান ডাক্তার নেই। আশা করি পর্যাপ্ত ডাক্তার এসে অসহায় দুস্থ মানুষদের সেবা প্রদান করবে। তখনই এই জাতীয় স্বাস্থ্য সেবা সফল হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে ভোলা জেলা সিভিল সার্জেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান মো: আবদুল মমিন টুলূ, পুলিশ সুপার মো: মোকতার হোসেন, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ, জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, দৌলতখান উপজেলার চেয়ারম্যান মনজুরুল আলম খান, তজুমদ্দিন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন দুলাল, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:১২:০৮   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা



আর্কাইভ