ইলিশা ইউনিয়ন সহ-ব্যবস্থাপনা কমিটির সমস্বয় সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ইলিশা ইউনিয়ন সহ-ব্যবস্থাপনা কমিটির সমস্বয় সভা অনুষ্ঠিত
সোমবার, ২২ এপ্রিল ২০১৯



---
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে কোস্ট ট্রাস্টের ইকোফিশ প্রকল্পের আয়োজনে ইলিশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সহ-ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ইলিশা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জান। ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহম্মেদ হাসান মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইকোফিশ প্রকল্পের ওয়ার্ল্ড ফিশের অংকুর মোহাম্মদ ইমতিয়াজ জামান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্ট ইকোফিশ প্রকল্পের সহ-সমন্বয়কারী-টিএস সোহেল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়া, সাহজল ব্যাপারী সহ ইউপি সদস্যগণ, শিক্ষক, ইমাম, রাজনীতিবিদ ও মৎস্যজীবিরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় ইলিশ সম্পর্কে সতেচন, অবৈধ কারেন্ট জালের অপব্যবহার, জাটকা ধরা বন্ধ করা, বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাভলম্বীসহ বিভিন্ন প্রকার বিষয়ে জেলেদের সচেতন করার লক্ষে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৭   ১৯৩ বার পঠিত  



নারী ও শিশুধষর্ণের প্রতিবাদে বোরহানউদ্দিনে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ফেনীর নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতুমন্ডল ও সেলিনা গোমেজের হত্যার বিচারের দাবীতে সোমবার ২২ এপ্রিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে থানার মোড়ে মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি বাবু অনিল কুমার দাস, সাধারন সম্পাদক বাবু ইন্দ্রজী দে প্রমুখ। বক্তরা দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণে ও হত্যার চিত্র তুলে ধরে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সংখ্যালঘুদের জমিদখল ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদ জানান। তারা আরো বলেন, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নতবাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। ফলে সাম্প্রদায়িকতা আর সামাজিক অপরাধ বন্ধে সরকারকে করে হওয়ার আহবান জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান সভা
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
বাপ্তায় জমি সংক্রান্ত বিরোধে এতিম সন্তানের উপর হামলা
ভোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
ভোলায় তৃষ্ণার্ত পথচারীদের মাঝে নিজাম হাসিনা ফাউন্ডেশনের খাবার পানি বিতরণ
ভোলায় ১ হাজার পিচ ইয়াবাসহ আটক ১
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ



আর্কাইভ