চরসামাইয়া ইউনিয়নে পৈত্রিক জমি থেকে উৎখাত করে ক্রয় সম্পত্তি দখলের চেষ্টা

প্রচ্ছদ » অপরাধ » চরসামাইয়া ইউনিয়নে পৈত্রিক জমি থেকে উৎখাত করে ক্রয় সম্পত্তি দখলের চেষ্টা
শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯



---
স্টাফ রিপোর্টার ॥
পিতার সম্পত্তি থেকে উৎখাত করে আঃ রাজ্জাক ও আমির হোসেনের ক্রয়কৃত সম্পতি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে ভূমিদস্যু মোঃ আলমগীর হোসেন ও তার বাহিনী। আঃ রাজ্জাকের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক প্রবেশ করে গাছ কেটে নিয়ে গেছে ভূমিদস্যুরা। গাছ কাটায় বাধা দিলে রাজ্জাকের পরিবার ও আমির হোসেনের স্ত্রীকে মারধর করার চেষ্টা চালায় আলমগীর হোসেন গংরা। চরসামাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এব্যাপারে ভোলার আদালতে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে নিরাপত্তীহনতায় ভুগছে আঃ রাজ্জাক ও আমির হোসেনের পরিবার।
সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহেবের চর এলাকার মৃত মোঃ ইদ্রিস মহাজনের ছেলে আঃ রাজ্জাক ও আমির হোসেনকে কয়েক বছর আগে পৈত্রিক ভিটেবাড়ি থেকে জোরপূর্বক উৎখাত করে ভূমিদস্যু মোঃ আলমগীর হোসেন, মোঃ সোবহান, মোশারেফ হোসেন গংরা। পৈত্রিক ভিটে বাড়ি ছেড়ে আবদুর রাজ্জাক নিজের ক্রয়কৃত জমিতে ঘর নির্মান করে দীর্ঘ কয়েক বছর যাবৎ বসবাস করে আসছেন। ওই জমি দখল নেওয়ার জন্য ভূমিদস্যু মোঃ আলমগীর হোসেন, মোঃ সোবহান, মোশারেফ হোসেন বিভিন্নভাবে পায়তারা চালায়। গত সোম ও বুধবার আবদুর রাজ্জাক বাড়ি না থাকার সুযোগে আলমগীর হোসেন ও তার বাহিনী জোরপূর্বক আঃ রাজ্জাকের জমিতে প্রবেশ করে পিলার স্থাপন করে। আঃ রাজ্জাক ও তার ভাইয়ের স্ত্রী বাধা দিলে আলমগীর বাহিনী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদেরকে মারধর করার চেষ্টা করে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। আঃ রাজ্জাক গত বুধবার ভোলা জজ আদালতে উপস্থিত হয়ে এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার (২২ ফেব্রুয়ারী) আলমগীর হোসেন তার ভূমিদস্যু বাহিনী নিয়ে আঃ রাজ্জাকের ঘরের সাথের ২/৩টি বড় বড় রেইনটি গাছ কেটে নিয়ে যায়। এতে বাধা দিলে আঃ রাজ্জাককে মেরে ফেলার হুমকি দেয় আলমগীর হোসেন। প্রাণে ভয়ে আলমগীর বাহিনীকে কিছু বলতে সাহস পাচ্ছে না নিরীহ আবদুর রাজ্জাক ও আমির হোসেন গংরা। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেও কোন প্রতিকার পায়নি নিরীহ আবদু রাজ্জাক ও তার পরিবার। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন আবদুর রাজ্জাক ও আমির হোসেন।
এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর হোসেন বলেন, আমার জমি থেকে আমি গাছ কেটেছি। আমি আঃ রাজ্জাক কিংবা কারও জমি থেকে কোন কাছ কাটিনি। আমার বিরুদ্ধে এ অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৩২   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ



আর্কাইভ