লালমোহনে প:পরিকল্পনা পরিদর্শিকাকে হুমকি

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে প:পরিকল্পনা পরিদর্শিকাকে হুমকি
শনিবার, ৫ জানুয়ারী ২০১৯



বোরহানউদ্দিন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর পরিবার পরিকল্পনা পরিদর্শিকা অর্চণা দত্তকে মারধরের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও থানায় জিডি করায় প্রাননাশের হুমকি দিচ্ছে হামলাকারীরা। ফলে নিরাপত্তাহীনতায় কর্মস্থলে আছেন বলে জানান এ পরিদর্শিকা।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ৫ বছর যাবৎ ধলিগৌরনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কিনিকে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অনৈতিকভাবে ওই কেন্দ্রের স্বাস্থ্য সহকারী কহিনূর বেগম তার বোন ২নং ধলীগৌরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকলিমা বেগম, চাচীও বোনের মেয়েরা অবৈধ গর্ভপাত, এম আর, ডেলিভারী করে আসছে। তারা স্থানীয় বাসিন্দা হওয়ায় ওই কেন্দ্রেটিতে অবৈধ কাজ করে আসছে নির্ভয়ে। গর্ভবর্তী মহিলাদের ডেলিভারী করার দায়িত্ব পরিবার পরিকল্পনা পরিদর্শিকা অর্চণা দত্তের থাকলেও এদের কারনে তিনি তার দায়িত্ব পালন করতে পারে না। ১৮ ডিসেম্বর বেলা ১০টার সময় ওই কেন্দ্রে একজন ডেলিভারী রোগী আসে। ওই রোগীর ডেলিভারী করার জন্য ২নং ধলীগৌরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকলিমা বেগম প্রসব যন্ত্রনার মহিলাকে  ওই কিনিকে আটকে রাখে। এসময় ওই পরিবার পরিকল্পনা পরিদর্শিকা অর্চণা দত্ত বাঁধা দেয়। অর্চণা দত্ত জানান, আমি প্রসব যন্ত্রনা কাতর মহিলার ডাক চিৎকার শুনে ছুটে যাই। আকলিমা কিন্তু শিক্ষিকা সে কিনিকে চাকুরীও করে না তার বোন কহিনূর স্বাস্থ্য বিভাগে চাকুরী করে। আমি বলি তোমরা এ কিনিকে ডেলিভারী করাতে হলে আমি ছাড়া পারবেনা। কারণ কোন অঘটন ঘটলে আমার দায় দায়িত্ব আর নয়তো অন্য খানে নিয়ে করো। এতে আকলিমা ও তার বোনের মেয়ে চাচী আমাকে এলোপাতারী মারধর করে। পরিবার পরিকল্পনা দ্রব্যাদিবিতরনের স্টক রেজিষ্টার, আই ইউ ডি প্রেমেন্ট রেজিষ্টার, আই ইউডি পলোয়াপ রেজিষ্টার,মেঘনা লাইফ ইন্সুরেন্সের দলিলপত্র নিয়ে যায়। আমি যাতে পানি ও বিদ্যুৎ ব্যবহার করতে না পারি এ জন্য পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিষয়টি তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আমার উর্ধতন কর্মকর্তাদের অবহিত করি। কিন্তু কোন প্রতিকার পাইনি বরং আকলিমা আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিচ্ছে। আমি এখন নিরাপত্তাহীন ভুগছি। ফলে আমি থানায় জিডি করি। কোন প্রতিকার না পেয়ে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, তারাএকটি অভিযোগ পেয়েছে। তারা তদন্ত করে বিষয়টি দেখবেন।
এব্যাপারে ভোলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ আবুল কালাম আজাদ বলেন, আমি বিষয়টি শুনেছি। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ২৩:১১:৪৫   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ



আর্কাইভ