নির্বাচনে বিএনপির পরাজয় সুনিশ্চিত ॥ বোরহানউদ্দিনে আ’লীগ প্রার্থী মুকুলের পথসভায় তোফায়েল আহমেদ

প্রচ্ছদ » জেলা » নির্বাচনে বিএনপির পরাজয় সুনিশ্চিত ॥ বোরহানউদ্দিনে আ’লীগ প্রার্থী মুকুলের পথসভায় তোফায়েল আহমেদ
বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮



---
ছোটন সাহা ॥
বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের আ’লীগ প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, সারা বাংলাদেশে ২০০১ সালের পরে বিএনপি সীমাহীন অন্যায়-অত্যাচার করেছে, এবারের নির্বাচনে তাদের পরাজয় সুনিশ্চিত। তাদের ক্ষমতায় আসার কোন সম্ভাবনা নেই। তারা ঘরে বসে রয়েছে, ঘরেই বসে থাকবে। বের হবার মত সাহস তাদের নেই। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে ভোলার বোরহানউদ্দিনে ভোলা-২ আসনের আ’লীগ প্রার্থী আলী আজম মুকুলের নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ড. কামাল হোসেন দল ও আদর্শ ত্যাগ করে স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুর খুনীদের সাথে হাত মিলিয়েছে। বিএনপির কোন নেতা নেই। ড. কামাল হোসেন এখন বিএনপির ভাড়াটিয়া নেতা। তার আচার-আচারন কুৎসিত হয়ে গেছে, মনে হচ্ছে তিনি পাগল হয়ে গেছেন।
এ সময় মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশে এখন উন্নয়নের রোল মডেল এবং পৃথীবির মধ্যে একটি মর্যাদাশালী দেশ। তরুণ প্রজম্মের জন্য ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আ’লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় কিন্তু বিএনপি এলে ধ্বংশ হবে।
এ সময় মন্ত্রী বিএনপি নেতাদের সমালোচনা করে বলেন, খালেদা জিয়া দুর্নীতিবাজ, তারেক জিয়া খুনি সেই খুনিদের সাথে ধাণের শীষে ড. কামাল। মানুষ তাদের পছন্দ করে না।
তোফায়েল আহমেদ স্থানীয় উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, সিঙ্গাপুরের আদলে ভোলাকে সাজানো হবে। এখানে গ্যাস রয়েছে, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা হবে। কর্মসংস্থান হবে শিক্ষিক যুবকদের।
বিগত দিনে বিএনপির আমলে নদী ভাঙনরোধে কোন ব্যবস্থা নেয়া হয়নি উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন,  আমরাই জেলার সাত উপজেলাকে নদী ভাঙন থেকে রক্ষা করেছি, ভোলাতে এখন নৌকার গণজোয়ার, নির্বাচনে চারটি আসনেই নৌকা মার্কা বিজয়ী হবে।
উপজেলা সদরের কলেজ রোড এলাকায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী আলী আজম মুকুল, বেরাহনউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি জসীম উদ্দিন হায়দার ও ডা. মুন্নি।

বাংলাদেশ সময়: ২২:২৭:৩৪   ৬০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ