উপমন্ত্রী জ্যাকবের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ॥ বিএনপির কাজ হলো মিথ্যাচার করা

প্রচ্ছদ » চরফ্যাশন » উপমন্ত্রী জ্যাকবের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ॥ বিএনপির কাজ হলো মিথ্যাচার করা
রবিবার, ২১ অক্টোবর ২০১৮



---
আবদুল্লাহ জুয়েল, মনপুরা ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজ হলো দেশের সাধারন মানুষের ভাগ্যের উন্নয়ন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা। শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন যাতে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়। কেউ যাতে এদেশের মানুষকে আঙ্গুল তোলে কথা বলতে না পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। অপরদিকে বিএনপির নেত্রী ও দলের কাজ হলো মিথ্যাচার করে দেশের এতিমের টাকা লুটপাঠ করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করা। দেশে জঙ্গীবাদ সৃষ্টিকরা।
শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের মাঠে উপমন্ত্রী জ্যাকব এম.পিকে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সভাপতি শেলিনা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত উল্লা এম.পি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী আরোও বলেন, নৌকায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে বসবাস করে। দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।
এই সময় প্রতিমন্ত্রী বক্তব্য শেষে, ‘মাঝি পাল তুলে দে, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনায়’ গান গেয়ে সংবর্ধনা অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলেন।
এর আগে উপমন্ত্রী জ্যাকবের নামে কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত উল্লা এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
পরে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপমন্ত্রী জ্যাকব বলেন, চরফ্যাসন-মনপুরায় চার হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। এমন কোন সেক্টর নেই উন্নয়ন করা হয়নি। এই সময় উপমন্ত্রী সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমের সমালোচনা করে বলেন, তিনি কোন উন্নয়ন করেনি শুধু করেছিল সন্ত্রাসের রাজত্ব কায়েম। এমনকি আমাকে মিথ্যা কায়কোবাদ হত্যা মামলায় জড়ায়ে জয়েন্ট ইন্টারগেশন সেলে নিয়ে নির্মম নির্যাতন করেছে। এছাড়াও আমার বাবার কবর জিয়ারত করতে দেয়নি বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম।
পরে উপমন্ত্রী আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে বৃহত্তর সাকুচিয়ার মানুষের নদী ভাঙ্গা রোধ দাবী ও মনপুরার একমাত্র কারিগরি (ভোকেশনাল) উত্তর সাকুচিয়া মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি করার দাবী আগামী নির্বাচনে জয়ী হয়ে করবেন বলে প্রতিশ্রুতি দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল আজিজ ভূঞা, সহকারি পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূইয়া, ওসি ফোরকান আলী, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলিউল্যাহ কাজল ও ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর।

বাংলাদেশ সময়: ০:১০:৫৩   ৮৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অটোরিকশার চাপায় নিথর পথচারী
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
চরফ্যাশনে চুরি ও ডাকাতি থেকে মুক্তি ও অপরাধীদের শাস্তির দাবীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন



আর্কাইভ