ভোলায় শিশুদের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রচ্ছদ » নারী ও শিশু » ভোলায় শিশুদের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮



---
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় স্থানীয় জনগনের অংশগ্রহন এবং সামাজিকও আচরন পরির্বতন যোগাযোগের মাধ্যমে শিশুদের জন্য স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ক ২ দিনের প্রশিক্ষক এর প্রশিক্ষন (টিওটি) সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে স্থানীয় সরকার বিভাগের রুমে এই প্রশিক্ষন শেষ হয়। প্রশিক্ষনে ভোলা, লালমোহন, চরফ্যাশন এর সরকারি কর্মকর্তা, ডাক্তার, জনপ্রতিনিধি, সংগঠন, এনজিও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন এর আয়োজনে ইউনিসেফ বাংলাদেশ এর সহায়তায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর বিভাগের পরিচালনায় এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। আর সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান।
প্রশিক্ষনে প্রশিক্ষন প্রদান করেন এনআইএলজি’র পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) মোহাম্মদ ইয়াহ-ইয়া ভুইয়া। এছাড়াও প্রশিক্ষন প্রদান করেন ইউনিসেফ এর সিফরডি অফিসার সনজিত কুমাড় দাস, ডকুমেন্টারী অফিসার মো: নাজিম উদ্দিন প্রমুখ।
সমাপনী দিনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান বলেন,সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের সফলতার ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সবাইকে নিয়ে একযোগে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে উন্নয়নকে ত্বরান্বিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষনের মাধ্যমে সকল প্রশিক্ষনার্থী ইউনিয়ন পর্যায় গিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদের প্রশিক্ষন প্রদান করবে।
টেকসই উন্নয়নের জন্য সরকার কাজ করছে। বাস্তবতা ও ভবিষ্যতের সমন্বয় করে  প্রশিক্ষন দেওয়া হলে তার সুফল পাওয়া যায়। আলোকিত সমাজ ও  দেশ গড়ার মূল ভিত্তি হলো শিক্ষা ও প্রশিক্ষণ। উন্নয়নকে টেকসই করতে হলে শিক্ষা ও প্রশিক্ষণকে  গুরুত্ব দিতে হবে এর কোনো বিকল্প  নেই। কাউকে বাদ দিয়ে নয়, বরং সবাইকে নিয়ে উন্নয়ন করতে হবে। উন্নয়নশীল থেকে উন্নত বাংলাদেশে উত্তরণের লক্ষ্য অর্জনের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৪৪   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ইডেনের ছাত্রীর ৫ দিন ধরে অনশন, পালিয়েছে প্রেমিক
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ
ভোলায় যৌতুকের মামলা দেওয়ায় স্ত্রীকে তালাক দিলো স্বামী ॥ শিশু সন্তান নিয়ে দুশ্চিতায় হাফছা
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বিয়ের দাবিতে চরফ্যাশনে প্রেমিকের বাড়িতে ইডেন কলেজ ছাত্রীর অনশন
চরফ্যাশনে হাসপাতালে গৃহবধূর মৃত্যু সংবাদেই স্বামীসহ সবাই লাপাত্তা
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ভোলায় নারী উদ্যোক্তাদের তিনদিনের ঈদমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ঢল
গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, চিকিৎসার অবহেলায় অভিযোগ
ওয়েষ্টার্নপাড়ায় ব্যাংক কর্মকর্তা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী আটক



আর্কাইভ