চরফ্যাশনে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ভোলায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ভোলায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে
বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮



---
মোঃ মোস্তাফিজুর রহমান, চরফ্যাশন ॥

চরফ্যাশনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ সূধীজনের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। বুধবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, প্রেসকাব সভাপতি অধ্যাপক আবুল হাসেম মহাজন।
সহকারি কমিশনার (ভূমি) আশীষ কুমারের সঞ্চালনায় এসময় আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন, আকলিমা ফারুক মিলা, প্রেসকাব সম্পাদক মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, পৌর প্যানেল মেয়র আবু জাহের ভুঁইয়া, চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা হিরন্ময় বিশ্বাস, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, শিক্ষক নেতা হুমায়ুন কবির রাজন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, ছাত্রলীগ সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভী প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক ভোরে ও রাতে কোন কোচিং সেন্টার চলবেনা বলে ঘোষনা দিয়েছেন। এসময় তিনি বলেন, ভোলা জেলা সমগ্র বাংলাদেশের মধ্যে সম্ভাবনাময়ী একটি গুরুত্বপূর্ণ জেলা। জেলাটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। একারণে এজেলার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি রয়েছে। ভোলাকে বলা হয় ইলিশের শহর। ভোলায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসক বলেন, যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেখানের মানুষ বিদ্যুতে কষ্ট পাবে তা হতে পারে না। যেখানে গ্যাস উৎপন্ন হয় সেখানে আগে গ্যাস দিতে হবে। বাল্য বিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এক্ষেত্রে কোর্ট এফিডেভিট গ্রহণযোগ্য নয়। মেয়েদের জন্ম সনদ প্রদানের ক্ষেত্রে কঠোরতা অবলম্বনের জন্য  জনপ্রতিনিধিদের পরামর্শ দেন তিনি। প্রধান অতিথি বলেন, ভূমি ব্যবস্থাপনায় কোন রকম অনিয়ম মানা হবে না। মাদকের ছোবল থেকে চরফ্যাশনের যুব সমাজকে রক্ষায় যে কোন পদক্ষেপ সাদরে গ্রহন এবং যেখানে বনায়নের প্রয়োজন নাই এমন স্থানগুলো গো-চারণ ভূমি হিসাবে ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। তিনি এ উপজেলাকে মাদক মুক্ত রাখতে জিরো ট্রলারেন্স নীতি অবলম্বনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০:৫৭:৪৪   ১১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অটোরিকশার চাপায় নিথর পথচারী
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
চরফ্যাশনে চুরি ও ডাকাতি থেকে মুক্তি ও অপরাধীদের শাস্তির দাবীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন



আর্কাইভ