পহেলা বৈশাখ বরণে শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্রে ব্যাপক প্রস্তুতি ॥ সেজেছে নতুন সাজে

প্রচ্ছদ » পর্যটন » পহেলা বৈশাখ বরণে শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্রে ব্যাপক প্রস্তুতি ॥ সেজেছে নতুন সাজে
বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮



আজকের ভোলা রিপোর্ট ॥
পহেলা বৈশাখ বাংলা নবর্বষ বরণ করে নেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র। আগামি শনিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নবর্বষ উপলক্ষে বাংলা নবর্বষকে স্বাগত জানিয়ে সপ্তাহ ব্যাপি নানা বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। সাংস্কিতিক অনুষ্ঠান, নৌকায় ও স্পীড বোর্ডে ভ্রমনের ব্যবস্থা, নাগর দোলা, টাট্রু ঘোড়া সহ মনোরম পরিবেশে নবর্বষ উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। পর্যটন কেন্দ্রে আগতদের নিরাপত্তার জন্য গ্রহন করা হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ভোলা জেলার অন্যতম বিনোদন স্পট তুলাতুলি। ভোলা শহরের নিকটস্থ হওয়ায় সারা বছরই এই স্পটে ্আগমন ঘটে অনেক দর্শনার্থিদের। এবারের বাংলা নবর্বষকে আরো সুন্দর ভাবে উদযাপন করার জন্য বিশেষ ব্যাবস্থা করেছে শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র।
শাহবাজ পুর পর্যটন কেন্দ্রের পরিচালক আবিদুল আলম জানিয়েছেন, এবাবের বাংলা নবর্বষকে ভোলা বাসির কাছে আরো উৎসব মুখর ও প্রানবন্ত করতে তারা বিভিন্ন আয়োজন করেছেন। পরো সপ্তাহ ব্যাপি সাংস্কিতিক অনুষ্ঠান, নৌকায় ও  স্পীড বোর্ডে ভ্রমনের ব্যাবস্থা, নাগরদোলা, টাট্রু ঘোড়া ব্যবস্থা করা হয়েছে। পর্যটন কেন্দ্রে আগত র্দশনার্থীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যাবস্থা গ্রহন করেছেন তারা। ভোলাবাসিকে তাদের পর্যটন কেন্দ্রে ভ্রমন করার আহবান জানিয়েছেন তিনি। এদিকে তুলাতুলি শাহবাজপুর পর্যটন কেন্দ্রে গিয়ে নবর্বষ উদযাপন করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:২৪   ১২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

পর্যটন’র আরও খবর


ভোলা সরকারি কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব
দৃষ্টিনন্দন কুকরি-মুকরি ডাকছে ভ্রমণপিপাসুদের
ম্যানগ্রোভ বনায়নে প্রকৃতিতে গড়ে তুলেছে নিরাপত্তা বেষ্টনি
ভোলায় বেসরকারি এম্বুলেন্স সার্ভিস মালিক সমিতির ধর্মঘট ॥ বিপাকে সাধারণ রোগী
ভোলায় এবার পরিযায়ী পাখি কম
অন্যরকম সাজে সেজেছে ইলিশার মেঘনা রিসোর্ট
ভোলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে অটোরিকশা চালকের মৃত্যু
বিএনপির হাফিজ ইব্রাহিমের প্লট দুর্নীতির মামলা চলবে: হাইকোর্ট
চরফ্যাশনে পর্যটকে মুখর দর্শনীয় স্থান
ভোলার বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল



আর্কাইভ