চর-কুকরি মুকরিতে বেড়েছে পর্যটকদের সংখ্যা ॥ বাড়েনি তেমন সুযোগ-সুবিধা

প্রচ্ছদ » চরফ্যাশন » চর-কুকরি মুকরিতে বেড়েছে পর্যটকদের সংখ্যা ॥ বাড়েনি তেমন সুযোগ-সুবিধা
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮



---
এম শাহরিয়ার জিলন / গোপাল চন্দ্র দে ॥

ভোলার সাগরকূলের চর কুকরি মুকরি। সবুজ বন, সাগরের নির্মূল বাতাস, চিত্রা হরিণের ছুটে চলার সাথে অতিথি পাখির জলকেলির অপরূপ দৃশ্য মুগ্ধ করে প্রকৃতি প্রেমীদের তাই এ মৌসুমে বাড়ছে পর্যটকদের ভিড়। কিন্তু পর্যটকের সংখ্যা বাড়লেও সুযোগ সুবিধা বাড়েনি বলে অভিযোগ অনেকের। সম্প্রতি চর কুকরি মুকরিতে রাষ্ট্রপতির সফর ও পর্যটন কেন্দ্রে (ইকো পার্কের) উদ্বোধনের খবরে দেশী বিদেশী পর্যটকদের আকর্ষণ বেড়েছে। সম্প্রতি বন বিভাগ একটি রেস্ট হাউজ নির্মাণ করায় থাকার সুযোগ বাড়লেও কমেনি যাতায়াত ভোগান্তিটা। তবে সহজ যাতায়াতসহ আকর্ষণীয় পর্যটন এলাকা গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।
ঘন বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া সরু খাল হয়ে যখন পর্যটকদের নৌকা-ট্রলার ছুটে চলে তখন দু’পাড় থেকে উঁকি-ঝুঁকি দিয়ে তাদের স্বাগত জানায় চিত্রাহরিণ, শিয়াল-বানরসহ বন্য প্রাণীরা। আর সবুজের বুকচিরে এগিয়ে গেলেই সাগরতীর ঘেঁষে দাঁড়িয়ে আছে নারিকেল বাগান, তারুয়া বিচসহ অসংখ্য ডুবোচর। এসব চর থেকে পূর্ব-পশ্চিমে তাকালেই মনে হয় সাগর পাড়ের শুভ্রসাদা মেঘ আর দিগন্ত বিস্তৃত আকাশ যেন আলিঙ্গন করছে। এর মাঝে কিছু সময়ের জন্য হলেও অতিথি পাখির জলকেলি ভ্রমণ পিপাসুদের মন কেড়ে নিবে।
কিন্তু এখানে এসে ব্যস্ত জীবনে প্রশান্তির ছোঁয়া লাগলেও যাতায়াত পথে ভোগান্তি পর্যটকদের আবারও আসতে ভাবিয়ে তুলে। পর্যটকরা বলেন, এখানে আসলে মনে হয় প্রকৃতি সবুজ দিয়েই দ্বীপটি সাজিয়ে রেখেছে। যাতায়াত ব্যবস্থাটা ভালো হলে পর্যটন কেন্দ্র হিসেবে কুকরি অনেক এগিয়ে থাকবে।
ছুটিতে পরিবার সহ বেড়াতে আসা পর্যটক আবু সিদ্দিক জানান, আমরা ঢাকা থেকে বেড়াতে এসেছি থাকা নিয়ে সমস্যা নেই। কিন্তু যাতায়াতের পথের সমস্যার কারনে এখানে যে একবার এসেছে সে পরবর্তীতে এখানে আসতে দুবার ভাবেন। এ অবস্থায় সহজ যাতায়াত ব্যবস্থাসহ পর্যটকদের আকৃষ্ট করতে আরও হোটেল-মোটেল নির্মাণের দাবি তাদের।
ভোলার চরফ্যাশনের শ্রবণী খেলাঘর আসরের সেক্রেটারি জসিম উদ্দিন টিপু বলেন, নদীতে ট্রলার আটকে যাওয়াসহ নানা ভোগান্তিতে চরফ্যাশন থেকেই অনেকে ফিরে যান। এ অবস্থায় এলাকায় সুযোগ-সুবিধা বাড়ানো হলে পর্যটকদের আগমন বাড়বে।
সম্প্রতি চর কুকরি মুকরিতে রাষ্ট্রপতির সফর ও পর্যটন কেন্দ্রে (ইকো পার্কের) উদ্বোধনের খবরে দেশী বিদেশী পর্যটকদের আকর্ষণ বেড়েছে বলে জানান ভোলার চর কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন।
আর ইকোপার্ক নির্মাণসহ পর্যটনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কাজ শুরুর কথা জানালেন জেলার শীর্ষ দুই কর্মকর্তা। ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, এখানে আমরা পাঁচ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। প্রকল্পে সেখানে একটি ইকোপার্ক নির্মাণ করা হবে।
ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, এখানকার যাতায়াত ব্যবস্থা ভালো করতে কাজ চলছে। যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠান ও কাজ করতে চাইলে আমরা তাদের সহায়তা দিব।
জেলা সদর থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে সাগরের কোল ঘেঁষে ৮০০ বছরের পুরনো এই দ্বীপে সবুজে ঘেরা সৌন্দর্য্য ও মন ভোলানো দৃশ্য দেখতে কুকরি-মুকরিতে এ মৌসুমে প্রায় ৩০ হাজার পর্যটক ভিড় জমিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২:১৪:০০   ৬৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অটোরিকশার চাপায় নিথর পথচারী
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
চরফ্যাশনে চুরি ও ডাকাতি থেকে মুক্তি ও অপরাধীদের শাস্তির দাবীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন



আর্কাইভ