নিজস্ব প্রতিবেদক।।
ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভোলা বারের পিপি ও সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ আশরাফ হোসেন লাবু ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিনিয়র অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত।
যুবলীগের এই নেতা তার ব্যক্তিগত ফেসবুক ভেরিফাই একাউন্টে শোক বার্তায় বলেন, ভোলার সিনিয়র আইনজীবী, পাবলিক প্রসিকিউটর আওয়ামী লীগ নেতা এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন। আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন। তাঁর শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে বিছানায় দিনাতিপাত করছেন সৈয়দ আশরাফ হোসেন লাবু।হাসপাতাল থেকে তাকে ফেরত পাঠিয়েছেন। বাসায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর আজ শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় তিনি ভোলা শহরের উকিলপাড়ায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১১:০৩:৩৩ ১১৩ বার পঠিত