চরফ্যাশনে উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার
সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮



---
বিশেষ প্রতিনিধি ॥
সম্ভাবনাময় পর্যটন এলাকা ভোলার চরফ্যাশনে স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের উদ্যোগে নির্মিত ‘জ্যাকব টাওয়ার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। দ্বীপজেলা ভোলার সর্বদক্ষিণে অবস্থিত চরফ্যাশন উপজেলার খাসমহল জামে মসজিদ ও ফ্যাশন স্কোয়ারের পাশে এ টাওয়ারটি নির্মিত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে চরফ্যাশন পৌরসভা এই ওয়াচ টাওয়ার নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে। টাওয়ারটির ডিজাইন করেছেন বিশিষ্ট স্থপতি কামরুজ্জামান লিটন। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে এর কাজ শুরু হয়।
‘জ্যাকব টাওয়ার’ এ টাওয়ারের উদ্যোক্তা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি জানান, ২১৫ ফুট উচ্চতার এ ওয়াচ টাওয়ারটি ৭৫ ফুট মাটির নিচ থেকে ৭০টি পাথর ঢালাই পাইলিং ফাউন্ডেশনের ওপর সম্পূর্ণ স্টিল স্ট্রাকচারে নির্মিত। ৮ মাত্রার ভূমিকম্প সহনীয় ওই টাওয়ারের চূড়ায় ওঠার জন্য সিঁড়ির পাশাপাশি রয়েছে ১৬ জন ধারণ ক্ষমতার অত্যাধুনিক ক্যাপসুল লিফট। টাওয়ারের চারদিকে এ্যালমুনিয়ামের ওপর ৫ মিলিমিটার ব্যাসের স্বচ্ছ গ্লাস রয়েছে। এক হাজার বর্গফিটের ১৭তম তলায় থাকবে বিনোদনের নানা ব্যবস্থা। একসঙ্গে দুই শত পর্যটক সেখান থেকেই শক্তিশালী বাইনোকুলারের সাহায্যে কুকরি-মুকরি, তারুয়া দ্বীপসহ চারপাশের একশত বর্গকিলোমিটার পর্যন্ত দেখতে পাবেন।
আরও আছে বিশ্রাম, প্রাথমিক চিকিৎসা ও খাবারের সু-ব্যবস্থা। প্রায় বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন টাওয়ারটি পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ‘দীর্ঘদিন পিছিয়ে থাকা জনপদ হিসেবে পরিচিত চরফ্যাশন জুড়ে এখন উন্নয়নের জোয়ার বইছে। তারই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের আদলে নির্মিত হচ্ছে এই ওয়াচ টাওয়ার। এটি চরফ্যাশনসহ ভোলাকে আলাদা পরিচিতি দেবে বলে আশা করছি।’
ওয়াচ টাওয়ারে দাঁড়ালেই পশ্চিমে তেঁতুলিয়া নদীর শান্ত জলধারা, পূর্বে মেঘনা নদীর উথাল-পাতাল ঢেউ, দক্ষিণে চর কুকরি-মুকরিসহ বঙ্গোপসাগরের বিরাট অংশ নজরে আসবে।
এ টাওয়ারটিকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে উপজেলার চর কুকরি-মুকরি, ঢালচরসহ আশপাশের বনাঞ্চলে ইকোপার্ক গড়ে তোলা হয়েছে। বঙ্গোপসাগরের ভেতরে চরকুকরি-মুকরিতে নির্মাণ করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত রেষ্ট হাউস। যেখানে ২৮টি স্যুট, সুইমিংপুল ও হেলিপ্যাড রাখা হয়েছে।
আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব আশা করছেন, তার নির্মিত এ টাওয়ারটি শুধুমাত্র চরফ্যাশন কিংবা ভোলাকেই নয়, বাংলাদেশকে আলাদা মর্যাদা এনে দেবে।

বাংলাদেশ সময়: ২২:৩১:১০   ১৯৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অটোরিকশার চাপায় নিথর পথচারী
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
চরফ্যাশনে চুরি ও ডাকাতি থেকে মুক্তি ও অপরাধীদের শাস্তির দাবীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন



আর্কাইভ