চরফ্যাশন-মনপুরায় নৌকা বিজয়ী, জামানত হারালেন চার প্রার্থী

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশন-মনপুরায় নৌকা বিজয়ী, জামানত হারালেন চার প্রার্থী
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-(চরফ্যাশন-মনপুরা) সংসদীয় আসনে নৌকা বিজয়ী হলেও প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ প্রার্থীর জামানত হারিয়েছেন। এ আসনে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি নির্বাচিত হয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী মোমিজানুর রহমান, স্বতন্ত্র মাথাল মার্কার প্রার্থী আবুল ফয়েজ, তৃণমূল বিএনপির সোনালী আশ হানিফ, ন্যাশনাল পিপলস পার্টি আম মার্কার মো আলাউদ্দিন।

সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, নির্বাচনি বিধি অনুযায়ী তারা প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগও ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা যায়, চরফ্যাশন-মনপুরা আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৩ হাজার ৬৮১ জন। এতে নৌকা মার্কার মনোনীত প্রার্থী এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ২ লাখ ৪৫ হাজার ৮৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল বিএনপি থেকে মো হানিফ সোনালী আশ মার্কায় ৩ হাজার ৩৩৩ ভোট পান, জাতীয় পার্টির মোমিজানুর রহমান লাঙ্গল মার্কায় ৫ হাজার ৯২৮ ভোট পান, ন্যাশনাল পিপলস পার্টি আম মার্কার মো আলাউদ্দিন ২ হাজার ৩৯৭ ভোট পান, স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ মাথাল মার্কায় ৪ হাজার ৯১৩ ভোট পেয়েছেন। তারা ৪ জন প্রার্থী ৮ ভাগের একভাগও ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০:৩৬:২৬   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অটোরিকশার চাপায় নিথর পথচারী
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
চরফ্যাশনে চুরি ও ডাকাতি থেকে মুক্তি ও অপরাধীদের শাস্তির দাবীতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ
চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাশনে অন্যের জমি দখলে নেওয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান রাসেলের বিরুদ্ধে
চরফ্যাসনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ইডেন ছাত্রীর বিয়ের দাবীতে মিথ্যা অপপ্রচার থেকে মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন



আর্কাইভ