সোমবার, ৬ মে ২০২৪

ভোলায় দুর্যোগ ঝূঁকি ও প্রস্তুতিতে কমিউনিটি লিডারদের সক্ষমতাবৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ

প্রচ্ছদ » জলবায়ু » ভোলায় দুর্যোগ ঝূঁকি ও প্রস্তুতিতে কমিউনিটি লিডারদের সক্ষমতাবৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় খানা ও কমিউনিটি পর্যায়ে একিভুত দুর্যোগ ঝূঁকি হ্রাস ও প্রস্তুতিতে কমিউনিটি লিডারদের সক্ষমতা বৃদ্বির লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লিকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয় সংস্থা প্রশিক্ষণের আয়োজন করে।

গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচীর উপ-পরিচালক মোঃ আবদুর রশীদ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ বাবুল আকতার। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন, প্রকল্পের কারিগরি কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ।

প্রশিক্ষণে ইলিশা ও কাচিয়া ইউনিয়নের ঘূর্নিঝড় প্রস্তুতি কমিটির লিডার ও ইউনিয়ন দুর্যোগ কমিটির লিডারগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৫১:৩২   ২৩৬ বার পঠিত