গাজা ‘সবচেয়ে অন্ধকার সময়ের’ কাছাকাছি: ডব্লিউএইচও

প্রচ্ছদ » আন্তর্জাতিক » গাজা ‘সবচেয়ে অন্ধকার সময়ের’ কাছাকাছি: ডব্লিউএইচও
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩



---

আন্তর্জাতিক ডেস্ক ॥

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার বলেছে, গাজা উপত্যকার পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে এবং মানবেতিহাসের ‘সবচেয়ে অন্ধকার সময়ের’ দিকে যাচ্ছে।

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ডব্লিউএইচওর প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন গাজার দক্ষিণ দিকের রাফাহ সীমান্ত থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে সাংবাদিকদের বলেন, মধ্য ও দক্ষিণ গাজা থেকে সরে যাওয়া লোকের সংখ্যা ‘বিশালভাবে বাড়ছে’।

তিনি বলেন, ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দক্ষিণাঞ্চলসহ এখানে তীব্র বোমাবর্ষণ চলছে। আমরা মানবেতিহাসের ‘সবচেয়ে অন্ধকার সময়ের’ কাছাকাছি।

তিনি আরও বলেন, এসব বোমা হামলা এবং প্রাণহানি শিগগিরই বন্ধ করতে হবে। আমাদের একটি স্থায়ী যুদ্ধবিরতি দরকার।

গাজায় এখন হাসপাতালগুলোতে ১৪শ সিট রয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রয়োজন পাঁচ হাজার।

রিচার্ড পিপারকর্ন বলেন, সংঘাতের শুরু তেহকে এ পর্যন্ত এক লাখ ২০ হাজার লোকের শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ দেখা দিয়েছে। ২৬ হাজারের মতো লোকের স্ক্যাবিস ও উকুন সংক্রমণ দেখা দিয়েছে। ৮৬ হাজার লোক ডায়রিয়ায় ভুগেছে। এর মধ্যে ৪৪ হাজারের বয়স পাচের নিচে।

এক হাজার ১৫০ জনের জন্ডিস সংক্রমণ দেখা দিয়েছে। চিকেন পক্স, ত্বকের ফুসকুড়ি এবং মেনিনজাইটিসের মতো রোগও দেখা দিচ্ছে।

৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। মাঝখানে কদিন যুদ্ধবিরতি ছিল। এর পর থেকে আবারও হামলা চলছে। এ পর্যন্ত গাজায় ১৬ হাজার ২৪৮ ফিলিস্তিনির প্রাণ গেছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৩৯   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
অষ্ট্রেলিয়া ডে পুরষ্কার পেলেন নেহাল নাফসি রুপাই
গাজায় প্রতি ঘণ্টায় দুজন মায়ের মৃত্যু: জাতিসংঘ
গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৬৫ ফিলিস্তিনি
বিদ্রোহীদের হামলা: ভারতে পালাল মিয়ানমারের ৬০০ সেনা
এবার ইরানকে যে হুশিয়ারি দিলেন নেতানিয়াহু
রাশিয়ার জন্য নতুন ড্রোন বানাল ইরান, ব্যবহৃত হবে ইউক্রেনে
‘গাজায় জীবন বাঁচানোর কোনো কিছু নেই’
‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চেয়েও গাজার ধ্বংসযজ্ঞ বড়’
গাজার যুদ্ধবিরতি নিয়ে জাতিসঙ্ঘের জরুরি সভা



আর্কাইভ