
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ইসলামিয়া ইস্পাহানি চক্ষু ইনস্টিটিউটের বরিশালের বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পের মাধ্যমে ৩৬৫জন চক্ষু রোগীর চিকিৎসাসেবা প্রদান, চশমা ও ঔষধের ব্যবস্থা করা হয়। এবং ৫৫জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও তাদের জন্য চশমা এবং ওষুধের ব্যবস্থা করা হয়। ক্যাম্পে সার্বিক তত্বাবধানে ছিলেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক (টেকনিক্যাল) মোঃ আবু বকর এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়ক হিসেবে দিক-নির্দেশনা প্রদান করেন। সমৃদ্ধি কর্মসূচির সকল কর্মকর্তাগণ এই চক্ষু ক্যাম্প সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৮:৩১:৩৮ ১৯৬ বার পঠিত