আজকের ভোলা রিপোর্ট॥
ভোলার বোরহানউদ্দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়েছে। “জেন্ডার সমতা অর্জনে সহিংসতা প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় বিনিয়োগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদে মানুষের জন্য ফাউন্ডেশনের (ক্রীড়া) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা অনুষ্ঠানটির আযোজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান, জিজেইউএস এর ক্রীড়া প্রকল্পের সমন্বয়কারী মোঃ বাবুল আখতার এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের প্রতিনিধি, প্রকল্পের বিভিন্ন গ্রুপের সদস্যবৃন্দ ও অত্র এলাকার কিশোর, কিশোরী, যুবক-যুবতী, নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ।
উপস্থিত বক্তারা বলেন, সমাজে পুরুষের প্রাধান্য, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, নারীর মতামতকে কম গুরুত্ব দেয়া, আইন প্রয়োগে পুরুষতান্ত্রিক মানসিকতা, বাল্যবিয়ে, যৌতুক, বহুবিয়ে, নারীর পরনির্ভরশীলতা ও মাদকাসক্ত এর কারণে নারী নির্য়াতন বা নারীর প্রতি সহিংসতা বারে।
নারীকে শিক্ষিত করা, নারীর ভয়েজ রেইস করা, নারীর কাজের মূল্যায়ন করা, নারীর অধিকারগুলো বলা, আমাদের সমাজের ৫০% নারী তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা, বিভিন্ন প্রশিক্ষণ দেয়া, ধর্মীয় শিক্ষা বিশেষ করে নৈতিকতা ও মূল্যবোধ ঠিক রাখা এবং আইনি সহায়তা বিশেষ করে জাতীয় হেল্পলাইন ১০৯ (টোল ফ্রি) নম্বরে ফোন দিয়ে সহায়তা চাওয়া ইত্যাদির মাধ্যমে নারী নির্যাতন বা নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব।
বাংলাদেশ সময়: ১৮:৩১:০৫ ২০৬ বার পঠিত