মনপুরায় আওয়ামীলীগ নেতার কান্ড ॥ কোটি টাকার সরকারি রাস্তার জমি দখল করে মার্কেট নির্মাণ

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় আওয়ামীলীগ নেতার কান্ড ॥ কোটি টাকার সরকারি রাস্তার জমি দখল করে মার্কেট নির্মাণ
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩



---

মনপুরা প্রতিনিধি॥

ভোলার মনপুরায় সরকারি ডিসি রাস্তার পাশের কোটি টাকা মূল্যের জমি দখল করে মার্কেট নির্মাণ করছে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সিনিয়র সহসভাপতি একেএম শাহজাহান মিয়া। জাতীয় নির্বাচনের আগ মুহুর্তের আওয়ামী লীগের প্রভাবশালী নেতার এমন দখল কান্ডে বিব্রত পুরো উপজেলা আওয়ামী লীগের নেতারা। এছাড়াও স্থানীয়দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে। এতে জাতীয় নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে সরকারি রাস্তা দখলের বিষয়টি ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের নজরে আসলে তিনি মনপুরা উপজেলা নির্বাহী অফিসারকে সরেজমিনে পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও ব্যবস্থা নেয়নি ইউএনও। বরং উল্টো তাড়াহুড়া করে মার্কেট নির্মাণ কাজ করছেন সেই আওয়ামীলীগ নেতা একেএম শাহজাহান মিয়া।

সোমবার বিকেল সাড়ে ৩টায় দেখা গেছে মনপুরার প্রধান সড়কের রাস্তার জমি দখল করে মার্কেট নির্মানের কাজ করছেন শ্রমিকরা। শ্রমিকদের প্রধান নুরনবী মেস্তুরী জানান, তিনি আওয়ামীলীগ নেতা একেএম শাহজাহান মিয়ার নির্দেশে মার্কেট নির্মানের কাজ করছেন। তিনি কাজ করার বিনিময়ে বেতন পান।

স্থানীয়রা জানান, সামনে জাতীয় নির্বাচনের আগে এইভাবে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ করা ঠিক হচ্ছে না। নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা আরও বেপরোয়া হয়ে যাবে। তাছাড়াও দখলকরে যেখানে মার্কেট নির্মাণ করা হচ্ছে তারপাশে বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এতে আড্ডা জমে মেয়েদের পড়ালেখা বিনষ্ঠ হওয়ার সম্ভবনা বেশি। স্থানীয়রা প্রশাসন সহ রাজনৈতিক ব্যক্তিবর্গকে এই ব্যাপারে দ্রুত প্রদক্ষেপ নেওয়ার আহবান জানান।

খোঁজ নিয়ে ও ভূমি অফিস সূত্রে জানা যায়, এটি আগে নদী ছিল। পরে চরফৈজুদ্দিন গ্রামের সাথে চরযতিন, সোনারচর ও চরজ্ঞান গ্রামের সাথে সংযোগ করার জন্য বাঁধ নির্মান করা হয়। এটি এরশাদ সরকারের সময় তখন লে. কর্ণেল শাখাওয়াত হোসেন বর্তমানে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এই বাঁধের কার্যক্রম উদ্বোধন করেন। পরে এটি মনপুরার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগের প্রধান সড়কে পরিণত হয়। এই সরকারের আমলে এমপি জ্যাকবের প্রচেষ্ঠায় সকল রাস্তা পাকা সড়কে রুপান্তিত হয়।

আওয়ামী লীগ নেতা একেএম শাহজাহান মিয়া যেই জমিটি লিজ নিয়েছেন বলে দাবী করে মার্কেট নির্মাণ করছেন সেই জমিটি রাস্তা থেকে আরও অনেক দূরে। তিনি লিজ দাবী করে মূলত সরকারি রাস্তার কোটি টাকার মূল্যের জমি দখল করে মার্কেট নির্মাণ করছেন বলে জানিয়েছেন মনপুরা ভূমি অফিসের দায়িত্বরত একাধিক কর্মকর্তা-কর্মচারীরা।

এই ব্যাপারে মনপুরা উপজেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতারা জানান, জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শাহজাহান মিয়ার সরকারি রাস্তার জমি দখল করে মার্কেট নির্মাণ করায় পুরো আওয়ামী লীগ বিব্রত বোধ করছে। এছাড়া আমাদের বলার কিছু নেই।

এই ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগের বর্তমান সিনিয়র সহসভাপতি একেএম শাহজাহান মিয়া জানান, তিনি সরকারি রাস্তার জমি দখল করে মার্কেট নির্মাণ করছেনা। তার লিজ নেওয়া জমিতে মার্কেট নির্মাণ করছে। লিজ নেওয়া জমিতে মার্কেট নির্মাণ করা যায় কিনা ও গত ১৪ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ক্ষমতায় তখন কেন আপনার লিজ নেওয়া জমিতে মার্কেট নির্মাণ করেনি এমন প্রশ্নে তিনি উত্তর দেননি।

এই ব্যাপারে ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান জানান, বিষয়টি মনপুরা উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশে পেয়েছি। আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়াকে তার কাগজপত্র দেখাতে বলেছি। তিনি লিজের কাগজ দেখিয়েছে। বর্তমান হাল জরিপ রেকর্ড তার নামে। আওয়ামী লীগ নেতার লিজের জমি রাস্তার অনেক দূরে তাছাড়াও লিজের জমি ভূমি অফিস নির্ধারণ করে দেয়নি তাহলে তিনি কিভাবে রাস্তার পাশের জমি লিজ দাবী করে দখল করে মার্কেট নির্মাণ করছে এমন প্রশ্নে ইউএনও কোন উত্তর দেননি। তাছাড়াও লিজের জমিতে মার্কেট নির্মাণ করা যায় কিনার এমন প্রশ্নের উত্তর দেননি তিনি।

বাংলাদেশ সময়: ০:০৭:৫৩   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


পশ্চিম ইলিশায় ৩ ঘরে দূদর্শ চুরি
ভোলায় মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছের অবৈধ পোনা শিকারের ৫টি চাই ধ্বংস
ভোলায় দুই মাদক কারবারীকে সাজা
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক
ওমরাহ পাঠানোর নামে হাজী কামালের প্রতারণা
চরফ্যাশনে ভূমিদস্যু মুছার নেতৃত্বে নারী ও শিশুর ওপর সন্ত্রাসী হামলা
লালমোহনে জমি দখলের জন্য মালিকের উপর হামলার অভিযোগ
দালালদের খপ্পড়ে পড়ে নিঃস্ব জীবন ॥ চরফ্যাশন উপজেলার পাচঁ প্রবাসীর আর্তনাদ!
সৎ মায়ের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চরফ্যাশনে ব্যবসায়ীকে হাত পা বেধেঁ মারধরের অভিযোগ



আর্কাইভ