ভোলার গ্যাস ঝালকাঠিসহ বরিশাল বিভাগে সরবরাহের দাবিতে মানববন্ধন

প্রচ্ছদ » বিদ্যুৎ ও জ্বালানি » ভোলার গ্যাস ঝালকাঠিসহ বরিশাল বিভাগে সরবরাহের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার গ্যাস ঝালকাঠিসহ বরিশাল বিভাগের জেলাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে ভোলার গ্যাস রক্ষায় নাগরিক আন্দোলন কমিটি। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ভোলার গ্যাস ফিল্ডে প্রচুর পরিমাণে গ্যাস মজুদ রয়েছে। দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার এই গ্যাস ঢাকাসহ অন্যত্র সরবরাহের চুক্তি করা হয়েছে। অবিলম্বে এ চুক্তি বাতিল করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে বরিশাল বিভাগের শিল্পঞ্চল ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনকারীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভোলার গ্যাস রক্ষায় ঝালকাঠি নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মো: ফিরোজ আহম্মেদ, সদস্য সচিব প্রশান্ত দাস হরি, তেল-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির ঝালকাঠি শাখার সভাপতি এস এম হুমায়ুন কবির, বীর মুক্তযোদ্ধা অধ্যক্ষ মো: শাহজাহান মোল্লা, সুশাসনের জন্য নাগরিক সুজনের নলছিটি উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান মৃধা, শিক্ষক একরামুল করিম, হাসান মাহমুদ, বাদস নেতা রমজান আকন ও লাভলী আক্তার।

বাংলাদেশ সময়: ১:৩৪:১৮   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিদ্যুৎ ও জ্বালানি’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলার গ্যাস উৎপাদন: কূপ খননে আরও চড়া দাম চায় গাজপ্রম
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
তীব্র গরম আর লোডশেডিংয়ে অতিষ্ট ভোলাবাসী, ৩ মাস ধরে বন্ধ বিদ্যুৎ প্লান্ট
এক সপ্তাহে সচল হলো লালমোহনের বিদ্যুৎ সংযোগ
৩ মাসেও ৩৪ দশমিক ৫ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্টটি চালু হয়নি
ভোলায় যে কারণে লোডশেডিং হচ্ছে জানালো বিদ্যুৎ অফিস
চাহিদা থাকলেও সিলিন্ডারে গ্যাস যাচ্ছে সামান্য
চরফ্যাশনে সেই বিধবার বিদ্যুৎ বিল পরিশোধ
বিধবার বিদ্যুৎ বিল ১৫০ টাকা হয়ে গেল সাড়ে ৫ হাজার টাকা



আর্কাইভ