সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ

প্রচ্ছদ » খেলা » সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩



---

স্পোর্টস ডেস্ক।।

এসেছিলেন শুরুর ধাক্কা সামাল দিতে। কিন্তু বাংলাদেশ অধিনায়ক স্থায়ী হন কেবল ১৩ বল ও ৫ রানের জন্য।

মাথিশা পাথিরানার শর্ট বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। ফলে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ ওভারে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে আছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৩ ও তাওহীদ হৃদয় ব্যাট করছেন ১ রানে।

ইনজুরির কারণে মূল দলের বেশ কজন বোলারকে বাইরে রেখে এশিয়া কাপের দল সাজাতে হয়েছে শ্রীলঙ্কাকে। তাই বোলিংয়ে তাদের মূল ভরসা স্পিনার মাহিশ থিকশানা। পাল্লেকেলেতে ইনিংসের দ্বিতীয় ওভারেই তার হাতে বল তুলে দেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাকে হতাশ করেননি থিকশানা। নিজের দ্বিতীয় বলেই তানজিদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি এই স্পিনার। শেষ বলটি আউটসাইড লেগে পিচ না করলে নাজমুল হোসেন শান্তকেও শিকার করে ফেলতেন তিনি।

বাংলাদেশের ইতিহাসে চতুর্থ ওপেনার ও ১৬তম ব্যাটার হিসেবে অভিষেকেই ডাক মারলেন তানজিদ। এর আগে সবশেষ ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনার হিসেবে অভিষেকেই শূন্য রানে ফিরেছিলেন রফিকুল ইসলাম। অষ্টম ওভারে নাঈমকে তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভা। ২৩ বলে ৩ চারে ১৬ রান করেন নাঈম। পাওয়ার প্লের পর হাল ধরার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু পাথিরানার অতিরিক্ত গতিতে কাবু হয়ে ফিরতে হলো সাকিবকে। খোঁচা মেরে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৩০   ৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


বিশেষ অলিম্পিকে বিজয়ী ভোলার ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
স্বর্ণ ও রৌপ্য পদকজয়ী ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলের ছাত্রছাত্রীদের সংবর্ধনা আজ
কিশোর-কিশোরীদের খেলামুখী করছে লালমোহনে উজ্জল স্মৃতি ফুটবল একাডেমি
সাকিবকে হারিয়ে চাপে বাংলাদেশ
বিশ্ব যুব জুজুৎসু চ্যাম্পিয়নশীপে ৩য় স্থান অর্জন করেছে ভোলার তাহসিম তানহা
রিজওয়ানের আক্ষেপ, ফিফটি তুলে নিয়েছেন বাবর
দুই দলের শক্তি-দুর্বলতা একই রকম: সাকিব
‘আমরা ঘরের মাঠে খেলছি’, হুঙ্কার শানাকার
দোয়া চেয়ে বিজয় বললেন, ‘সেরাটা দেবো’
আলোচনায় না থেকেও এশিয়া কাপে বিজয়, যা বললেন সাকিব

আর্কাইভ