
মনপুরা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে উপজেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপ পৃথক পৃথকভাবে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
শুক্রবার সকাল ৭ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম গ্রুপের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। অপরদিকে দুপুর ৩ টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম নয়ন গ্রুপের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করে।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব¦র, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, সাবেক যুবদল সভাপতি রাজীব চৌধুরী, মৎস্যদল সভাপতি মোঃ মোস্তফিজুর রহমান, শ্রমিকদল সভাপতি রফিকসহ অন্যান্যরা।
অপরদিকে নুরুল ইসলাম নয়ন গ্রুপের বিএনপির সহসভাপতি আবদুল মান্নান হাওলাদার, সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, স্বেচ্ছাসেবকল আহবায়ক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ০:১০:৫০ ৬৬ বার পঠিত