
চরফ্যাশন প্রতিনিধি ॥
ভোলার চরফ্যাশনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়ণে ২৫ একর জমিতে ৮৪ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টার এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এছাড়াও মন্ত্রী প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে চেয়ারম্যান বাজার-শশীভূষণ সংযোগ সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র ভারপ্রাপ্ত মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:১৫:২৫ ১০০ বার পঠিত