শনিবার, ১১ মে ২০২৪

রক্ষক যখন বক্ষক! চরফ্যাশনে বন কর্মকর্তার বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » রক্ষক যখন বক্ষক! চরফ্যাশনে বন কর্মকর্তার বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



---

চরফ্যাশন প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বনবিভাগের চরমানিকা বিট কর্মকর্তা আবুল কাসেম ও বন প্রহরী আনিসুজ্জামানের বিরুদ্ধে গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকায় সূত্রে জানা গেছে, চরমানিকা বনবিভাগের বিট অফিস সংলগ্ন তিন রাস্তা মোড়ের বিশাল আকৃতির একটি কড়ই গাছ বিট কর্মকর্তা আবুল কাসেম ও বনপ্রহরী আনিসুজ্জামান ওই এলাকার ফজলুর কাছে বিক্রি করেন। ফজলু থেকে ওই গাছটি দিলু ব্যাপারী ক্রয় করেছেন।

গত ২৭ আগষ্ট দিলু ব্যাপারী গাছটি কেটে চরমানিকা বিশ্বাসের বাজার মিজান ব্যাপারীর স’মিলে নিয়ে রেখেছেন।

স্থানীয়রা আরও বলেন, বনবিভাগের বিট কর্মকর্তা একই কর্মস্থলে প্রায় ৫ বছর কর্মরত থাকার কারণে এলাকার সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে বনের গাছ কেটে বিক্রি করে বন উজাড় করেছেন।

এব্যাপারে চরমানিকা বনবিভাগের বিট কর্মকর্তা আবুল কাসেম বলেন, গাছ বিক্রির কথাটি সঠিক নয়। বিট অফিসের এলাকাধীন একটি ক্যাম্প অফিস নির্মাণের জন্য ওই গাছটি কাটা হয়েছে। গাছটি দিয়ে নতুন একটি ক্যাম্প অফিস নির্মাণ করা হবে। একটি মহল গাছের বিষয়টি ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:২৫   ৩৪২ বার পঠিত