
আজকের ভোলা রিপোর্ট ॥
সবুজে সাজাই বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে। বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস।
সোমবার (১৯ জুন) সকালে ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট কো-অপারেটিভ হাই স্কুল মাঠে প্রকৃতি ও জীবন ক্লাব ভোলা এর উদ্যোগে ফলজ বনজ ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ২৫০টি চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন, ভোলা সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ শাহীন ফকির (বিপিএম), ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই মাস্টার, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও জীবন পুরান আবৃত্তি একাডেমির পরিচালক মোঃ মশিউর রহমান পিংকু, ব্যাংকেরহাট কো-অপারেটিভ হাই স্কুলের স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী চ্যানেল আই জেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশীদ প্রমূখ। সহযোগিতায় ছিলেন সাংবাদিক মোঃ মঞ্জু ইসলাম।
বৃক্ষ রোপন কর্মসূচীতে অতিথিরা পরিবেশ রক্ষায় ও দুষণ মুক্ত বাতাস গ্রহণ ও সুস্থ্যভাবে বেঁচে থাকার প্রয়োজনে বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার অহবান জানান।
বাংলাদেশ সময়: ১৬:৪১:৫১ ১৯৬ বার পঠিত