ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বেড়িবাঁধ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বেড়িবাঁধ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও
রবিবার, ১৪ মে ২০২৩



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বেড়িবাঁধ এলাকা ও বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক। শনিবার (১৩ মে) সকাল থেকে দিনভর উপজেলার পক্ষিয়া, হাসাননগর, টগবী, গঙ্গাপুর, সাচড়া, বড় মানিকা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে এলাকার সাধারণ জনগনকে ঘূর্ণিঝড় মোখা সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ইউএনও নওরীন হক।

এসময় তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। আপনারা সবাই নিরাপদ স্থানে অবস্থান করুন” আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের জন্য চিকিৎসা সেবা, শুকনা খাবার, পানীয়সহ সকল কিছু প্রস্তুত রেখেছি। আপনাদের ভয় নেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আপনাদের করা হবে।

এ সময় সাংবাদিকদের তিনি জানান, ঘূর্ণিঝড় মোখায় চিকিৎসা সেবা প্রদানের জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসের মেডিকেল অফিসারসহ বিভিন্ন টিমে ৩৩ ন সদস্য প্রস্তুত রয়েছে। গৃহপালিত গবাদি পশু সেবা প্রদানের জন্য উপজেলা প্রানী সম্পদ দপ্তরের সমন্বয়ে বিভিন্ন ইউনিটে ১০জন্য সদস্য প্রস্তুত রয়েছে। উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকার জন সাধারণের বসবাসের জন্য ২৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার ও পানীয় পন্য মজুদ রয়েছে বলে ও জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ে কেউ গুজব ছড়াবেন না, সবাই সতর্কতা অবলম্বন করুন “জরুরী প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ঘন্টা যোগাযোগের জন্য ১০জনের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে এবং কন্ট্রোল রুমে মোবাইল: ০১৭০০৭১৭০৭২ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ সোহেল, ৮নং পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার, টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার, হাসাননগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী, টগবী ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জ্বল হাওলাদার, সাংবাদিক এইচ.এম.মোঃ সাইফুল ইসলাম আকাশ, ফায়ার সার্ভিস টিম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারসহ সদস্যবৃন্দ।

 

বাংলাদেশ সময়: ০:১৮:৫৩   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


পুলিশ চাকরির লোভ দেখিয়ে প্রতারণা, অবশেষে আটক
তারা কখনো জিন বাবা- কুফরি বাবা, আবার কখনো কালী বাবা
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
তীব্র তাপদাহে পথচারীকে শরবত খাওয়ালেন বোরহানউদ্দিন মানবিক টিম
বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা
খাবার পানি ও স্যালাইন বিতরণ বোরহানউদ্দিন থানা পুলিশের
বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তা মোঃ আবু তাহের মিয়ার জানাযা ও দাফন সম্পন্ন
বিধবা নারীকে ঘর করে দিয়ে পাশে দাড়ালেন সমাজসেবক রাজিব হায়দার
সৌদি আরবের সাথে মিল রেখে ভোলায় ঈদের নামাজ অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা



আর্কাইভ