তজুমদ্দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » তজুমদ্দিনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার, ২ মে ২০২৩



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

উপজেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে ভোলার তজুমদ্দিনে র‌্যালী ও শ্রমিক সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা শ্রমিকলীগ সভাপতি টুটুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম মহাজন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রমিকলীগ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি শাওন বলেন, আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্প ও শ্রমজীবি মানুষের সার্বিক কল্যাণ সাধন ও দক্ষতা বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছে সরকার। উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। শ্রমিক বাঁচলে কল-কারখানাসহ সকল শিল্প প্রতিষ্ঠান চলবে তাই মালিক পক্ষকে শ্রমিকদের প্রতি সদয় হয়ে কাজ করার সুযোগ দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৪:৩৪   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ