ভোলায় ১০দিন ব্যাপী সাইক্লিং প্রশিক্ষণ সমাপ্ত

প্রচ্ছদ » খেলা » ভোলায় ১০দিন ব্যাপী সাইক্লিং প্রশিক্ষণ সমাপ্ত
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



মনিরুল ইসলাম ॥
ভোলায় তৃনমূল পর্যায়ে অনুর্ধ্ব-১৬ বালক ও বালিকা সাইক্লিং প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ কর্মসূচীর সমাপ্তি ঘঠে। ভোলা গজনবী স্টেডিয়ামে ১০দিন ব্যাপী এ প্রশিক্ষন কার্যক্রম চলে। প্রশিক্ষনের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে সনদ তুলে দেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।
তৃনমূলে প্রতিভা অন্বেষনে জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় ভোলা জেলা ক্রীড়া সংস্থা এ প্রশিক্ষনের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছেলে-মেয়ে অংশ নেয়।

---

প্রশিক্ষন পরিচালনা করেন, জাতীয় সাইক্লিং প্রশিক্ষক মো. সাহিদুর রহমান। সমন্বয়কারি হিসেবে ছিলেন, জেলা ক্রীড়াসংস্থার নির্বাহী সদস্য আব্দুল আলিম আরিফ।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, অতিরিক্ত স¤পাদক মুনতাছির আলম রবিন চৌধুরী, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, সুমন খান প্রমুখ। প্রশিক্ষনে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র অংশগ্রহন করলেও আবদুর রব স্কুল এন্ড কলেজ থেকে
ছেলেদের পাশাপাশি মেয়েরা অংশগ্রহন করেছে। প্রশিক্ষনার্থীরা সাইক্লিং এর উপর দশ দিন প্রশিক্ষনে মাঠে ¯িপ্রন্ট,,টিম ¯িপ্রন্ট, ইন্ডিভিজুয়াল পারস্যুট, টিম পারস্যুট, পয়েন্ট রেস, স্কেস রেস, টাইম ট্রায়াল, ইলিমিনেশন এবং রাস্তায় রোড রেস, রোড টিম টাইম ট্রায়াল, রোড ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল বিষয়ের উপর দক্ষতা অর্জন করে।
প্রশিক্ষনার্থীদের জার্সি, ট্রাউজার কেডস ১৬০০/- টাকা ও সনদ প্রদান করা হয়। অংশ গ্রহনকারীদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার  টাকা করে জেলা প্রশাসক তৌফিক-ই- লাহী চৌধুরী অনুদানের ঘোষনা দেন।
আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষনে অংশ নেয়া বাছাইকৃত প্রশিক্ষনার্থীদের জাতীয় পর্যায়ে সাইক্লিং প্রশিক্ষনের সুযোগ করে দেয়া হবে। পরবর্তিতে তাদের আন্তজার্তিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনের সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:১৯   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলা ক্রিকেট একাডেমির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
৫১১ রানের টার্গেট তাড়ায় ৩৭-এ ৫ উইকেট হারাল বাংলাদেশ
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শান্ত-মুশফিকের রেকর্ড জুটিতে দাপুটে জয় বাংলাদেশের
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ভোলায় ক্ষুদে ফুটবলারদের দেওয়া হল সংবর্ধনা
ভোলায় অগ্রণী ব্যাংকের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সদন বিতরণ



আর্কাইভ