
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে হর্ণী গ্রামে চাচা শ্বশুড় আঃ কাদের মেস্তীর দা এর কোপে আহত জামাই ফারুক (৪৫) এখন ভোলা সদর হাসপাতালে। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। চাচা শ্বশুর কাদের গং ফারুকের শ্বশুর শাশুড়ির মৃত্যুর পর পাওনাদারদের জমি জমা অপরিশোধিত রেখে সমুদয় স¤পত্তি জবর দখলে আছেন বলে অভিযোগ আছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মতানৈক।
অদ্য বুধবার, ১৮ জানুয়ারী ফারুকের স্ত্রী ও ছেলে ফারদিন (২৫) কাদের মেস্ত্রীর ঘরের পাশে জমিতে শাক তুলতে গেলে কাদের মেস্ত্রী ধারালো দা দিয়ে ফারদিনকে অতর্কিত হামলা করে। ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে নিরস্ত্র বাবাও রেহাই পায়নি কাদেরের হাত থেকে। উপর্যপুরি দা এর কোপে মারাত্মকভাবে জখম করে।
ফারদিনকে স্থানীয় খায়ের হাট ৩০ শয্যা হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হলে তাকে ভর্তি করা হয়নি। এক প্রশ্নের উত্তরে কর্তব্যরত ডা. আনিছুল হক বলেন, অবস্থার চরম অবনতি দেখে তাকে ভোলা সদড় হাসপাতালে ভর্তি করার মরামর্শ দেই। বর্তমানে ফারুক ও ফারদিন ভোলা সদড় হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে ভোলা সদর থানায় ফারুকের শ্বশুড় আঃ গনি বাদী হয়ে একটি মামলা (নং তাং ১৮/০১/২৩) দায়ের করেন। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির বিষয়টি নিশ্চত করেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৮:১৯ ২১২ বার পঠিত