বুধবার, ১ মে ২০২৪

ভোলা সরকারি কলেজে নবীন বরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলা সরকারি কলেজে নবীন বরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



---

আদিল হোসেন তপু ॥
নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে ভোলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে ভোলা সরকারি কলেজের আয়োজনে ছায়াবিথী মঞ্চে এ নবীন-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়ার সভাপতিত্বে -প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক মঈনুল হোসেন বিপ্লব, শেখ ফজিলাতুন্নেছা মহিলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল, প্রফেসর এনায়েত উল্ল্যাহ, জেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুধী সমাজ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর এই সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে নিতে হলে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশকে গড়তে কাজ করতে হবে। যার যার স্থানে সবাই যোগ্যতার পরিচয় দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। সে জন্য সকলকে সেভাবে গড়ে তুলতে হবে। এছাড়াও মাদক, ইভটিজিং, ও অপরাধমূলক কাজ থেকে নিজেদেরকে দুরে রাখতে হবে।
প্রথমে নবীনদের বরণ শেষে আলোচনা সভা এবং দিনব্যাপি জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৪৪   ২৭২ বার পঠিত