ধনিয়ায় জেলেদের সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট ও বয়া বিতরন

প্রচ্ছদ » জেলা » ধনিয়ায় জেলেদের সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট ও বয়া বিতরন
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



আজকের ভোলা রিপোর্ট ॥
প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুকিঁপূর্ণ জেলেদের  জীবনের নিরাপত্তার জন্য  সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকালে ভোলার সদর উপজেলায় ধনিয়া ইউনিয়নের ১০৪ টি নৌকায় ১৩৫২ জন জেলের মাঝে এই লাইফ জ্যাকেট ও বয়া বিতরন করা হয়েছে।

---

লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনেস্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিবেক সরকার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলেদের মাঝে সুরক্ষ সামগ্রী বিতরণ করা হয়।ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির এর সভাপত্বিতে বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার  মো: তৌহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন লজিক  প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো অর্ডিনেটর নুরুন মোমেন সিদ্দিকী রায়হান, চ্যানেল-২৪ এর সাংবাদিক আদিল হোসেন তপু। অনুষ্ঠানের সঞ্চলন করেন ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স এর জেলা কো-অরডিনেট হেলাল উদ্দিন।
এ সময় বক্তরা বলেন, ইলিশ ধরতে ভোলা সহ উপকূলের জেলেরা প্রতিনিয়ত নদীতে ও গভীর সমুদ্রে যেতে হয় জেলেদের। প্রাকৃতিক দুর্যোগও  সময়  মাছ ধরতে গিয়ে অনেক জেলে নিখোঁজ হয়ে যায়।  কিন্তু সেই ঝুঁকি মোকাবেলায় ে জেলেদের প্রস্তুতি থাকে না বললেই চলে। লাইফ জ্যাকেট,বয়া ছাড়াই জেলেরা যাচ্ছেন সমুদ্রে। এতে প্রতিবছরই ট্রলারডুবিতে শরীর সমাধি হয় জেলেদের। তাই জেলেদের সুরক্ষার কথা চিন্তা করে প্রাকৃতি জেলেদের মাঝে লাইফ জ্যাকেট ও বয়া বিতরন করা হয়। এতে ওই জেলেরা নিরাপদে সাগর বা নদীতে মাছ শিকার করতে পারবেন।
উল্লেখ্য,লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের মাধ্যমে গত ৩ বছর ধরে ভোলা জেলায় ৯ টি ইউনিয়নে ২ হাজার নৌকায় ২৭ হাজার জেলের মাঝে এই সুরক্ষা সামগ্রী  হিসাবে লাইফ জ্যাকেট ও বয়া বিতরন করেন। এর মাধ্যমে জেলেরা সাগরে ও নদীতে নিরাপদে মৎস আহরন করে জীবিকা নির্বাহ করতে পারবে বলে জানান।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:১৭   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সুষ্ঠু নির্বাচনের দাবিতে চেয়ারম্যান প্রার্থী ইউনুছের সংবাদ সম্মেলন
ভোলায় উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি নিয়ে আলোচনা সভা
আশরাফ হোসেন লাভু ছিলো আ’লীগের নিবেদিত প্রাণ: তোফায়েল আহমেদ
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত-৩০
আমাকে মটর সাইকেল প্রতীকে আপনাদের মুল্যবান ভোটটি দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
নদীতে মিলছে না কাংখিত ইলিশ, হতাশ জেলেরা
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুস-পলাশ এর মতবিনিময় সভা
ভোলায় তীব্র তাপদাহের পর একপশলা প্রশান্তির বৃষ্টি
ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা



আর্কাইভ