লঞ্চে অত্যাধুনিক সুবিধা সংযুক্ত মৃতদেহ বহনে সক্ষম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের দাবিতে মানববন্ধন

প্রচ্ছদ » জেলা » লঞ্চে অত্যাধুনিক সুবিধা সংযুক্ত মৃতদেহ বহনে সক্ষম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের দাবিতে মানববন্ধন
শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার ॥
প্রতিটি লঞ্চে অত্যাধুনিক সুবিধা সংযুক্ত মৃতদেহ বহনে সক্ষম শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায়ে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরমের আয়োজনে ভোলায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস-উল আলম মিঠু, এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেদ, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, আবৃত্তি সংসদের কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান পিংকু।

---

মানববন্ধনে ইলিশা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়ামিন হাওলাদারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, ভোলা ব্লাড ব্যাংকের সভাপতি রাশেদুজ্জামান হ্যাভেন, ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন, সাংবাদিক সাগর চৌধুরী, এম শরিফ হোসেন, বিডিএসের সভাপতি সোলাইমান মামুন, স্বেচ্ছাসেবী সংগঠক বিল্লাল হোসেন, রাব্বি, ইমরান তাহের, সামছুদ্দিন।
বদ্বীপ ফোরাম এর সমন্বয়কারী মীর মোশারেফ অমির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, একুশে টিভির সাংবাদিক মেজবা উদ্দিন শিপু, জেলা যুবলীগ নেতা রোবায়েত শুশান, স্বেচ্ছাসেবক দলেরসহ সভাপতি মীর মোস্তাফিজুর রহমান রনি ভোলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক এইচ এম নাহিদ, সিএইচপি এর সভাপতি মাকছুদুর রহমান জিলানী, শিক্ষক হেলাল উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও গণমাধ্যম কর্মীরা।
এদিকে, এ বিষয়ে ভোলা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট নজরুল হক অনু এক বিবৃতিতে বলেন, সরকারী অনুমোদন নিয়ে জনস্বার্থে লঞ্চ চলাচল করে সেই সব লঞ্চে যদি তাদের আপনজনের মরদেহ ভোলায় আনতে না পারে। তাহলে এই লঞ্চ রয়েছে কার স্বার্থে? তিনি এ ব্যাপারে ভোলার সকল সাংবাদিকদের তাদের লিখনীর মাধ্যমে জনমত তৈরিতে কাজ করার জন্য আহ্বান করেন।

বাংলাদেশ সময়: ০:৩৮:৩৬   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
কাঁচের চুড়ি তৈরিতে ব্যস্ত বোরহানউদ্দিনের শ্রমিকরা
বিদ্যুৎ উদ্বৃত্ত, তবু লোডশেডিং
দুই মাসের নিষেধাজ্ঞার পর মাছ শিকারে প্রস্তুত জেলেরা
লালমোহনে তীব্র গরমে মুরগির খামারিদের বাড়ছে দুশ্চিন্তা
আপনাদের সেবা করার সুযোগ দিবেন: চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন
অটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ
ভোলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
আজকের ভোলার স্টাফ রিপোর্টার বাবু কান্তিলাল গাঙ্গুলী আর নেই



আর্কাইভ